
প্রথমবারের মতো টেলিছবি নিয়ে আসছেন নির্মাতা সৈকত রেজা। আগামী শুক্রবার রঙ্গন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে তার ‘এজেন্ট নূর’ টেলিছবিটি। নির্মাতা জানান, ভাইরাস ও একটি গোয়েন্দা দলের গল্প নিয়ে ‘এজেন্ট নূর’ নির্মিত হয়েছে। এতে অভিনয় করেছেন নির্জন নাহুয়েল, আরোহী মিম, শতাব্দী ওয়াদুদ, সোমু চৌধুরী, ফারুক আহমেদ, সাব্বির সিনরা, নন্দী, মোহতারাম বিল্লাহ, মনিসহ আরও অনেকে। এটি লিখেছেন নাহিদ হাসনাত, সাব্বির সিনরা ও নির্জন নাহুয়েল। প্রযোজনায় জামাল হোসেন। নির্মাতা সৈকত রেজা বলেন, ‘ছোটপর্দার নির্মাতারাও এখন বিভিন্ন গল্প নির্ভর কাজ নিয়েই দর্শকের সামনে আসছেন। আমি গতানুগতিক গল্পের বাইরে এটি নির্মাণ করেছি। টেলিছবিটির নাম শুনলে এটির গল্প সম্পর্কে কিছুটা অনুমান করা যায়। আশা করছি দর্শক এটি উপভাগ করবেন।’’
সৈকত রেজা এর আগে কিছু নাটক নির্মাণ করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো অপূর্ব- কেয়া পায়েলের ‘দুটি হৃদয়, তৌসিফ মাহবুব-তাসনিয়া ফারিনের ‘পপুলার প্রেমিক’ ও মিশু সাব্বির, ফারিয়া শহরিন ও চাষী আলমের ‘এক্স’।
প্যানেল