
কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় নজর কেড়েছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কপূর। এবারের উৎসবে অনেক তারকা হাজির ছিলেন, কিন্তু জাহ্নবীর ঘোমটা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষ আলোচনা হয়েছিল। তার সাজ অনেককে স্মরণ করিয়েছে তার মা শ্রীদেবীর গ্ল্যামারাস লাল গালিচার মুহূর্তগুলো।
তবে এই প্রথমবার কান-এর লাল গালিচায় হাঁটার আগে জাহ্নবী একটি বিশেষ জিনিষ নিয়েছিলেন। কারণ, ‘কুনজর’ বা চোখের দোষের কথা জাহ্নবী বিশ্বাস করেন, যা তার মায়ের থেকে শিখেছেন। তাই উৎসবের আগে ‘কুনজর’ থেকে বাঁচার জন্য হাতে কালো সুতোর মালা বাঁধেন তিনি।
জাহ্নবীর পরিধান ছিল তরুণ ডিজাইনার তাহিলিয়ানি কর্তৃক তৈরি ধূসর-গোলাপি রঙের বেনারসি টিস্যু কাপড়ের পোশাক, যেখানে ধাতব কাজ ছিল চকচকে। গলায় মুক্তোমালা এবং পুরো সাজের বিশেষ আকর্ষণ ছিল তার ঘোমটা। ঘোমটা একটি ওড়নার মাঝের অংশ, যা ঘাড়ের কাছে করা খোঁপা ঘিরে রাখা হয়েছিল, যেন এক ভারতীয় বধূর রূপ। তবে অনুরাগীদের নজর ছিল তার হাতে বাঁধা কালো সুতোর দিকেও, যা কুনজর এড়ানোর জন্য ব্যবহৃত হয়।
২০ মে সন্ধ্যায় জাহ্নবীকে তার ছবি ‘হোমবাউন্ড’-এর সহ-অভিনেতা ঈশান খট্টর, বিশাল জেঠওয়াকে নিয়ে লাল গালিচায় হাঁটতে দেখা যায়। সঙ্গে ছিলেন ছবির পরিচালক নীরজ ঘেওয়ান এবং প্রযোজক কর্ণ জোহর।
রাজু