
ছবি : জনকণ্ঠ
২৮ মে ঢাকায় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে মুকসুদপুরে ছাত্রদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ মে) বিকালে মুকসুদপুর বিশ্বরোড কলেজ মোড় কার্যালয়ে মুকসুদপুর উপজেলা, মুকসুদপুর পৌরসভা এবং সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রদল এ প্রস্তুতি সভার আয়োজন করে।
তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি মিকাইল হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইমরুল কায়েস, যুগ্ম-সাধারণ সম্পাদক আল-আমিন বিশ্বাস, তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব, মুকসুদপুর উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রইন, সাধারণ সম্পাদক জুবায়ের মাতুব্বর, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক জুবায়ের খান, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, পৌর ছাত্রদলের সভাপতি আশিকুর রহমান মুন্সী, সাধারণ সম্পাদক শাকিল শরীফ, সাংগঠনিক সম্পাদক অন্তর বিশ্বাস, যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদ সরদার, যুগ্ম-সাধারণ সম্পাদক সানি, সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী মুন্সী, সিনিয়র সহ-সভাপতি অন্তর শিকদার, সাধারণ সম্পাদক মহাসিন মোল্যা, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাকিব আহমেদ দিপু, সহ-সভাপতি মারুফ মিয়া, সহ-সভাপতি জাকির হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক তানভীর আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক তামিম হোসেন, কলেজ ছাত্রদল নেতা সাকিবুর রহমান সান্ত, ইয়াসিন অপু, আরমান, অনিক শেখ, তমিজ মুন্সীসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
সানজানা