
ছবি: সংগৃহীত
বান্দরবানে পলিশের অভিযানে রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসা আট মিয়ানমারের নাগরিকে আটক করেছে পুলিশ। বুধবার (২১ মে) সকালে বান্দরবান শহরের বালাঘাটা এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, বৈধ অনুপ্রবেশকারী আট জন মিয়ানমার নাগরিক বান্দরবান জেলা শহরের বালাঘাটা এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে বালাঘাটা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় বালাঘাটার পূর্ব মুসলিম পাড়া এলাকায় কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসা আট জন মিয়ানমারের নাগরিককে আটক করা হয়।
আটককৃতরা হলেন, আবদুল করিম (৪৫), শামসুল আলম (৪০), আয়াতুল্লাহ (৩৫), কুল্লাহ মিয়া (৪৫), মুজিবুল্লাহ (২৫), মো: তৈয়ব(২২), করিম উল্লাহ (২২), সৈয়দুল্লাহ(২২)। তারা সকলেই কক্সবাজার উখিয়া ট্যাংক খালি রোহিঙ্গা ক্যাম্পেে ১৯ নাম্বর ব্লকের এ-১১ এর বাসিন্দা এবং তারা গত দেড় মাস ধরে বান্দরবানের বালাঘাটা এলাকার পূর্ব মুসলিম পাড়াতে গাছ কাটার শ্রমিক হিসেবে কাজ করছিলেন।
বিষয়টি নিশ্চিত করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বালাঘাটা থেকে আট জন মিয়ানমার নাগরিককে আটক করার পর কক্সবাজারের ট্যাংকখালী ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে।
রিফাত