ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

আবারও পিছিয়ে গেল ৪৭তম বিসিএস প্রিলি

প্রকাশিত: ০০:১৫, ২২ মে ২০২৫

আবারও পিছিয়ে গেল ৪৭তম বিসিএস প্রিলি

৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার তারিখ আবারও পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এই পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৯ সেপ্টেম্বর, শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।

বুধবার বিকেলে সরকারি কর্ম কমিশন (পিএসসি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে পরীক্ষার এই নতুন সময়সূচি জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্ব নির্ধারিত ৮ আগস্ট তারিখ বাতিল করে ১৯ সেপ্টেম্বর পরীক্ষার নতুন দিন নির্ধারণ করা হয়েছে।

পরীক্ষার সময়সূচি, কেন্দ্রভিত্তিক আসন বিন্যাস ও অন্যান্য নির্দেশনা যথাসময়ে পিএসসি’র ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং টেলিটকের ওয়েবসাইটে (bpsc.teletalk.com.bd) প্রকাশ করা হবে।

এর আগে ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ২৭ জুন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরে তা পিছিয়ে ৮ আগস্ট করা হয়। এবার দ্বিতীয়বারের মতো তারিখ পেছাল।

২০২৪ সালে প্রকাশিত ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী, এই বিসিএসে ৩ হাজার ৪৮৭টি ক্যাডার পদ এবং ২০১টি নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে। এ পরীক্ষায় আবেদন করেছেন প্রায় সাড়ে তিন লাখ চাকরিপ্রার্থী।

উল্লেখযোগ্যভাবে, বর্তমানে ৪৪তম, ৪৫তম, ৪৬তম ও ৪৭তম বিসিএস এই চারটি বিসিএস কার্যক্রম জটিলতার মধ্যে রয়েছে। এর মধ্যে কয়েকটি বিসিএসের প্রক্রিয়া সাড়ে তিন বছর ধরেও শেষ হয়নি। এসব পরীক্ষা শুরু হয়েছিল সাবেক আওয়ামী লীগ সরকারের আমলে। ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ হয় ২০২৪ সালের নভেম্বরে।

 

 

সূত্র:https://tinyurl.com/yc4u9asc

আফরোজা

×