ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৬ জুন ২০২৫, ২ আষাঢ় ১৪৩২

একদিনে ২৩ নিয়োগ পরীক্ষা, চাকরিপ্রার্থীরা বলছেন ‘তামাশা’

প্রকাশিত: ২২:১৮, ১৯ মে ২০২৫; আপডেট: ১০:১৬, ২০ মে ২০২৫

একদিনে ২৩ নিয়োগ পরীক্ষা, চাকরিপ্রার্থীরা বলছেন ‘তামাশা’

ছবি: সংগৃহীত

আগামী শুক্রবার (২৩ মে) ন্যাশনাল সিকিউরিটি ইন্টিলিজেন্স (এনএসআই) নিয়োগ পরীক্ষাসহ ২৩টি প্রতিষ্ঠানে চাকরির পরীক্ষা অনুষ্ঠিত হবে। এগুলোর মধ্যে বেশ কয়েকটি চাকরির পরীক্ষা পড়েছে একই সময়ে। এতে মহাবিপাকে পড়েছেন চাকরিপ্রার্থীরা। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে চাকরিপ্রার্থীদের প্ল্যাটফর্ম ‘পিএসসি সংস্কার আন্দোলন’। প্ল্যাটফর্মটি বলছে, এ ধরনের সিদ্ধান্ত তাদের সঙ্গে ‘তামাশা’ করার শামিল।

সোমবার (১৯ মে) বিকেলে পিএসসি সংস্কার আন্দোলনের দপ্তর সংগঠক আওরঙ্গজেবের সই করা এক বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৩ মে দেশের বিভিন্ন নিয়োগকারী সংস্থা ও প্রতিষ্ঠান একযোগে ২৩টি চাকরির পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। এতে দেশের লক্ষাধিক চাকরিপ্রার্থী মারাত্মক সংকটে পড়েছেন। চাকরিপ্রার্থীরা এখন বিভ্রান্ত ও হতাশ। তারা কোন পরীক্ষায় অংশ নেবেন, আর কোনটি বেছে নিতে হবে; তা নিয়ে মানসিক চাপের মধ্যে রয়েছেন। 

 

আসিফ

×