
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতিগুলোর শূন্য পদে বড় পরিসরে নিয়োগ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। সম্প্রতি প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, দুটি পদে মোট ২ হাজার ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ২০ মে ২০২৫ থেকে অনলাইনে আবেদন করতে পারবেন।নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, পল্লী বিদ্যুৎ সমিতিতে ‘বিলিং সহকারী (অন-প্রবেশন)’ পদে ৬৯০ জন এবং ‘মিটার রিডার কাম-ম্যাসেঞ্জার’ পদে ১৪৬০ জনকে নিয়োগ দেওয়া হবে।
পদ ও যোগ্যতা
১. বিলিং সহকারী (অন-প্রবেশন)
পদসংখ্যা: ৬৯০
যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৩.০০; গাণিতিক জ্ঞান, কম্পিউটার ও দাপ্তরিক যন্ত্রপাতি চালনায় অভিজ্ঞতা আবশ্যক; বাংলা টাইপিংয়ে প্রতি মিনিটে ১০ ও ইংরেজিতে ৩০ শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে।
চাকরির ধরন: স্থায়ী
বেতন: অন-প্রবেশনকালীন বেতন ১৮,৩০০ টাকা; প্রোবেশন শেষে নিয়মিত বেতন ১৯,২২০ টাকা (পবিস বেতন কাঠামো ২০১৬ অনুযায়ী)
২. মিটার রিডার কাম-ম্যাসেঞ্জার
পদসংখ্যা: ১৪৬০
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস; গণিতে দক্ষতা ও সুন্দর হাতের লেখা; সৎ, বিশ্বস্ত, শারীরিকভাবে ফিট এবং বাইসাইকেল চালনায় পারদর্শী হতে হবে; নিজস্ব বাইসাইকেল থাকা বাধ্যতামূলক; মিটার রিডিং ও বিল বিতরণের মানসিকতা থাকতে হবে
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
বেতন: ১৪,৭০০ টাকা (পবিস বেতন কাঠামো ২০১৬ অনুযায়ী), অন্যান্য ভাতা চুক্তি অনুযায়ী
আবেদন যেভাবে করবেন
আবেদন শুরু: ২০ মে ২০২৫, সকাল ১০টা
শেষ তারিখ: ২ জুন ২০২৫, বিকেল ৫টা
আবেদন ওয়েবসাইট: http://brebhr.teletalk.com.bd
আবেদন ফি:
বিলিং সহকারী: ১১২ টাকা (পরীক্ষার ফি ১০০ + সার্ভিস চার্জ ১২)
মিটার রিডার কাম-ম্যাসেঞ্জার: ৫৬ টাকা (পরীক্ষার ফি ৫০ + সার্ভিস চার্জ ৬)
আবেদন ফি টেলিটক প্রিপেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
অতিরিক্ত শর্ত
প্রার্থীর বয়স ২ জুন ২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
কোটা প্রার্থীদের ক্ষেত্রে (যেমন মুক্তিযোদ্ধার সন্তান, ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ) নির্ধারিত ঘরে আবেদন করতে হবে।
‘বিলিং সহকারী’ পদের প্রার্থীদের লিখিত ও ব্যবহারিক কম্পিউটার পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করা হবে।
‘মিটার রিডার কাম-ম্যাসেঞ্জার’ পদে নিয়োগ পেতে হলে নির্বাচিত প্রার্থীকে ১০,০০০ টাকা নিরাপত্তা জামানত হিসেবে জমা দিতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র
আবেদনকারীর রঙিন ছবি (৩০০x৩০০ পিক্সেল, সর্বোচ্চ ১০০ কেবি) এবং স্বহস্তে স্বাক্ষর (৩০০x৮০ পিক্সেল, সর্বোচ্চ ৬০ কেবি) আপলোড করতে হবে।
সহায়তা ও তথ্য
আবেদন সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ওয়েবসাইট ভিজিট করতে বলা হয়েছে। কারিগরি সমস্যার ক্ষেত্রে টেলিটকের ১২১ নম্বরে কল করা বা [email protected]–এ যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।
আফরোজা