ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৩ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২

UNDP ট্রেইনি প্রোগ্রাম ২০২৫: বিশ্বজুড়ে কাজের সুযোগ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০:৩৫, ১৭ মে ২০২৫; আপডেট: ১০:৩৮, ১৭ মে ২০২৫

UNDP ট্রেইনি প্রোগ্রাম ২০২৫: বিশ্বজুড়ে কাজের সুযোগ

ছবি: সংগৃহীত

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP) সম্প্রতি তাদের বেতনভিত্তিক গ্র্যাজুয়েট ট্রেইনি প্রোগ্রাম ২০২৫-এর বিষয়ে ঘোষণা দিয়েছে। উন্নয়ন খাতে পেশাগত অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি একটি মাসিক ভাতা পাবেন অংশগ্রহণকারীরা। এই প্রোগ্রামটি বিশ্বব্যাপী বিভিন্ন ইউনিটে রিমোট, হাইব্রিড কিংবা অন-সাইট ভিত্তিতে পরিচালিত হবে।

UNDP জাতিসংঘের একটি অগ্রগণ্য সংস্থা, যা টেকসই উন্নয়ন, গণতান্ত্রিক শাসনব্যবস্থা এবং দুর্যোগ মোকাবিলায় কাজ করে থাকে। বর্তমানে ১৭০টির বেশি দেশে তাদের কার্যক্রম রয়েছে।

এই গ্র্যাজুয়েট ট্রেইনি প্রোগ্রাম মূলত যেসব স্নাতক তরুণদের মধ্যে প্রতিশ্রুতি, নেতৃত্বগুণ ও বৈশ্বিক পরিবর্তনে অবদান রাখার মানসিকতা আছে, তাদেরকে প্রশিক্ষণ ও উন্নয়নের মাধ্যমে একটি অর্থবহ পেশাগত যাত্রার সূচনা করতে সহায়তা করবে।

শিক্ষাগত যোগ্যতা:

  • আন্তর্জাতিক উন্নয়ন, রাষ্ট্রবিজ্ঞান, পাবলিক পলিসি, পরিবেশ বিজ্ঞান, জেন্ডার স্টাডিজ, অর্থনীতি, যোগাযোগসহ সংশ্লিষ্ট বিষয়ে ব্যাচেলর বা মাস্টার্স ডিগ্রি থাকতে হবে
  • ডিগ্রিটি অবশ্যই বিগত ২ বছরের মধ্যে অর্জিত হতে হবে
  • স্নাতকোত্তর পরবর্তী এক বছরের বেশি পূর্ণকালীন কাজের অভিজ্ঞতা থাকা চলবে না

অভিজ্ঞতা:

  • আন্তর্জাতিক উন্নয়ন, নীতিনির্ধারণ বা সামাজিক উদ্ভাবনে আগ্রহ
  • স্বেচ্ছাসেবী কাজ, ইন্টার্নশিপ অথবা ছাত্র নেতৃত্বের অভিজ্ঞতা
  • টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) সম্পর্কে সচেতনতা
  • গবেষণা, প্রজেক্ট সমন্বয়, কিংবা ডিজিটাল টুল ব্যবহারে দক্ষতা
  • বহুসাংস্কৃতিক পরিবেশে কাজ করার সক্ষমতা

ভাষা:

  • ইংরেজিতে সাবলীলতা আবশ্যক
  • অতিরিক্ত UN ভাষা (ফরাসি, স্প্যানিশ, আরবি, রাশিয়ান বা চীনা) জানা থাকলে অতিরিক্ত সুবিধা

কর্মপদ্ধতি ও সুযোগ-সুবিধা

সময়কাল:

৬ থেকে ১২ মাস, দায়িত্ব ও অবস্থান অনুযায়ী পরিবর্তিত হতে পারে।

মাসিক $১,০০০ থেকে $২,০০০ মার্কিন ডলার পর্যন্ত। প্রয়োজনে স্থানান্তর ভাতা বা ইন্টারনেট সাপোর্টও দেওয়া হতে পারে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের অনলাইনে UNDP ক্যারিয়ার পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের জন্য প্রয়োজন:

  • সিভি/রেজুমে
  • কাভার লেটার
  • একাডেমিক ট্রান্সক্রিপ্ট

শর্টলিস্ট হওয়া প্রার্থীদের অনলাইন মূল্যায়ন ও সাক্ষাৎকারের জন্য আমন্ত্রণ জানানো হতে পারে। 

মুমু

×