
ছবিঃ সংগৃহীত
আগামী শুক্রবার, ২৩ মে, ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স (NSI) নিয়োগ পরীক্ষাসহ একযোগে ২৩টি চাকরির পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। একাধিক প্রতিষ্ঠানের পরীক্ষা একই দিনে ও সময়ে পড়ায় চরম বিপাকে পড়েছেন চাকরিপ্রার্থীরা। এতে তৈরি হয়েছে উদ্বেগ ও বিভ্রান্তি।
চাকরিপ্রার্থীদের স্বার্থরক্ষায় কাজ করা প্ল্যাটফর্ম ‘পিএসসি সংস্কার আন্দোলন’ বিষয়টিকে চাকরিপ্রার্থীদের সঙ্গে একধরনের "তামাশা" হিসেবে আখ্যায়িত করেছে।
সোমবার (১৯ মে) বিকেলে সংগঠনটির দপ্তর সম্পাদক আওরঙ্গজেবের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সমন্বয়হীন সিদ্ধান্তের ফলে লক্ষাধিক চাকরিপ্রার্থী চরম সংকটে পড়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, “একই দিনে ২৩টি পরীক্ষা আয়োজনের ফলে চাকরিপ্রার্থীদের মধ্যে দ্বিধা ও মানসিক চাপ তৈরি হয়েছে। কোন পরীক্ষায় অংশ নেওয়া উচিত, তা নিয়ে তারা দোটানায় পড়েছেন। এতে তাদের প্রস্তুতি ও ক্যারিয়ার পরিকল্পনায় বড় ধরণের নেতিবাচক প্রভাব পড়তে পারে।”
চাকরিপ্রার্থীরা দাবি করছেন, এমন সমন্বয়হীনতা দূর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও দায়িত্বশীল ও মানবিক হতে হবে।
ইমরান