
আশিকুর
দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচের প্রথম দিন শেষে বাংলাদেশ ইমার্জিং দলের সংগ্রহ ৪ উইকেটে ২৩৩। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে সেঞ্চুরি পেয়েছেন ওপেনার আশিকুর রহমান শিবলি। মঙ্গলবার শুরু হয়েছে চার দিনের প্রথম ম্যাচ। অধিনায়ক শাহাদাত হোসেন দিপু অপরাজিত ৪২ রানে।
শেষ বেলায় তাকে সঙ্গ দেওয়া প্রীতম কুমারের রান ৩১। ১৪৩ বলে ১৬ চার ও ১ ছক্কায় ১০৪ রান করে রানআউট হয়েছেন আশিকুর। অষ্টম প্রথম শ্রেণির ম্যাচে ১৯ বছর বয়সি ডানহাতি ব্যাটারের দ্বিতীয় সেঞ্চুরি এটি। আরেক ওপেনার চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ইনোসেন্ট এনটুলির ডেলিভারিতে লেগ বিফোরে আউট হন ১২ রান করতেই। তার বিদায়ে ভাঙে ৬৯ রানের ওপেনিং জুটি। তিনে নামা আইচ মোল্লা ২৪ রানের বেশি করতে পারেননি।
আন্দিলে সিমেলানের শিকার হওয়ার আগে আরিফুল ইসলাম করেন ৩ রান। বাংলাদেশ ইমার্জিং দলকে নেতৃত্ব দেওয়া জাতীয় টেস্ট দলের খেলোয়াড় শাহাদাত হোসেন দিপু ৪২ রানে অপরাজিত থেকে আজ আবার ব্যাটিংয়ে নামবেন। ১২১ বল খেলে ২ চার ও ১ ছক্কায় এই ইনিংস। এর আগে আকবর আলির নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ওয়ানডের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ ইমার্জিং দল।