
দৈনিক জনকণ্ঠ
বিশ্বজুড়ে ফুটবলের উন্মাদনা সবসময়ই তুঙ্গে। কিন্তু বাংলাদেশ ভূখণ্ডে সেই জনপ্রিয়তায় যেন ভাটা পড়ে যাচ্ছিল দিনকে দিন। যেখানে বাংলাদেশে ক্রিকেটই সর্বেসর্বা সেখানে ফুটবলকে মানুষ মনে করে ফিফা বিশ্বকাপ এলেই। তাও আবার আর্জেন্টিনা ব্রাজিলের পতাকায়। তবে দ্রুতই সময় বদলাচ্ছে, বদলাচ্ছে পরিস্থিতি। দেশের ফুটবলের পালে যেন নতুন করে হাওয়া লেগেছে।
শুরুটা হয়েছিল জামাল ভুঁইয়ার হাত ধরে। বাংলাদেশের জার্সি গায়ে চাপাতে সুদূর ডেনমার্ক থেকে এদেশে এসেছিলেন তিনি। পরের গল্প সবার জানা, জামাল হয়ে গেলেন বাংলাদেশের ক্যাপ্টেন জামাল। এবার ফিনল্যান্ড থেকে এলেন তারিক কাজী। বাংলাদেশ শিবিরে যোগ হলো আরেকটি নক্ষত্র। সমর্থকদের মধ্যেও একটা চাপা উন্মাদনা কাজ করতে লাগলো।
এরপর এলো আরো অনেকেই। ফিরেও গেলেন শূন্য হাতে। বাফুফে এইসব সম্পদের কদর কখনও যথার্থভাবে করতে পারেনি। দল গঠন হয়েছে বারবার প্রশ্নবিদ্ধ।
সবকিছু ছাপিয়ে এবার যুক্ত হলো এমন এক নাম যে হয়ে উঠেছে বাংলাদেশের পোস্টার বয়। হামজা দেওয়ান চৌধুরী। বাংলাদেশী বংশোদ্ভূত সিলেটি হামজার জন্ম যুক্তরাজ্যে। প্রথম কোনো বাংলাদেশি হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেছেন হামজা। তার দল লেস্টার সিটির হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে অভিষেক হয় টটেনহামের বিপক্ষে। এখন যিনি বাংলাদেশ দলের সদস্য। ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ দলে অভিষেক হয় তার। দলে হামজার রোল ডিফেন্সিভ মিডফিল্ডার। ফুটবল ঘিরে মানুষের আগ্রহ, উচ্ছাস, আশা-আকাঙ্ক্ষা চরম রূপ পেল।
এরপর একে একে আরো অনেক বংশোদ্ভূত প্লেয়াররা ট্রায়াল দিতে আসলো। দলের সঙ্গে যোগ হলো বাংলাদেশী বংশোদ্ভূত ইতালীয় ফুটবলার ফাহামিদুল ইসলাম। যদিও বাফুফে হটাৎই ভারতের বিপক্ষে স্কোয়াড থেকে বাদ দেন তাকে। এনিয়ে দেশের ফুটবল পাড়ায় তোলপাড় শুরু হয়। সমর্থকরা বিক্ষোভ জানাতে রাস্তায় নেমে আসে। দেশের ফুটবলকে প্রান ফিরিয়ে দিতে যেন ঐক্যবদ্ধ সবাই। বাফুফে শেষপর্যন্ত জানায় এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচে ফিরবেন ফাহামিদুল।
সেই সাথে যোগ হতে যাচ্ছে আরেক নতুন মুখ সামিত সোম। কানাডায় জন্ম এই বাংলাদেশী বংশোদ্ভূত ফুটবলারের। তার দেশে ফেরার কাগজপত্র ইতিমধ্যে প্রস্তুত।
ফলে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। ঘরে ঘরে ফুটবলের আলাপ আবার ছড়িয়ে পড়েছে। ম্যাচের টিকিট বিক্রি নিয়েও বাফুফে আশাবাদী। বলাই যায় মানুষ হুমড়ি খেয়ে পড়বে টিকিটের ওপর। হোম ম্যাচের জার্সি প্রকাশিত হলে তাও স্টক আউট হয়ে যাচ্ছে অল্প সময়ের ব্যবধানে। বলাই যায় বাংলাদেশী সমর্থকদের মধ্যে ফুটবল উন্মাদনা নতুন রূপ নিয়েছে। সিঙ্গাপুরে বিপক্ষে এই ম্যাচ দিয়ে সংস্কার শেষে নতুন রূপে ফিরতে যাচ্ছে ঢাকা জাতীয় স্টেডিয়ামও।
অভি