ঢাকা, বাংলাদেশ   বুধবার ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

‘গুগল আই/ও ২০২৫’ ঘিরে সবার চোখ পিচাইয়ের দিকেই: কী থাকছে এবারের প্রযুক্তি সম্মেলনে?

প্রকাশিত: ০৩:১১, ২১ মে ২০২৫; আপডেট: ০৩:১৪, ২১ মে ২০২৫

‘গুগল আই/ও ২০২৫’ ঘিরে সবার চোখ পিচাইয়ের দিকেই: কী থাকছে এবারের প্রযুক্তি সম্মেলনে?

ছবি: সংগৃহীত

বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি সম্মেলন ‘গুগল আই/ও ২০২৫’ গতকাল থেকে শুরু হয়েছে। দুই দিনব্যাপী এই ডেভেলপার সম্মেলনের সূচনা হয় গুগলের সিইও সুন্দর পিচাই-এর মূল বক্তব্যের মাধ্যমে। এবারের সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-কে ঘিরেই সব আলোচনার কেন্দ্রবিন্দু বলে জানিয়েছে গুগল।

সম্মেলনের আগেই নিজের সোশ্যাল মিডিয়া এক্স (আগে টুইটার)-এ একাধিক ছবি ও বার্তা দিয়ে উত্তেজনা ছড়িয়েছেন সুন্দর পিচাই। একটি ছবিতে তাকে দেখা যায় Google DeepMind-এর সিইও ডেমিস হাসাবিস-এর সঙ্গে, যার ক্যাপশন ছিল ‘Having a deep think...’।

আরেক পোস্টে হাসাবিস একটি প্যান-এ পেঁয়াজ ভাজা হচ্ছে এমন একটি ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘কালকের জন্য কিছু সুস্বাদু রান্না করছি...’—পিচাই তাতে উত্তর দিয়েছেন বাহু শক্তি প্রদর্শনের ইমোজি দিয়ে, যেন জানান দিচ্ছেন, ‘সব প্রস্তুত!’

এছাড়াও গুগল সার্চ বিভাগের নতুন প্রধান নিক ফক্স তার সহকর্মী এলিজাবেথ রিড-এর সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন, যার পেছনে ছিল ‘আই/ও ২০২৫’-এর কাউন্টডাউন। পিচাই তাতে একটি শেয়াল ইমোজি দিয়ে মজা করে সাড়া দেন।

‘গুগল আই/ও ২০২৫’ কখন, কীভাবে দেখবেন?

এই সম্মেলনটি শুরু হয়েছে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ১০টা ৩০ মিনিটে। দুই ঘন্টা ব্যপী মূল বক্তৃতাটি সরাসরি দেখা যাবে গুগল আই/ও এর অফিসিয়াল ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে।

এবারের আই/ও সম্মেলনে কী কী ঘোষণা আসছে?

AI-এর আধিপত্য:

এই বছরের সম্মেলনে গুগল তাদের শক্তিশালী AI মডেল Gemini-এর নতুন ফিচার, স্মার্টফোনে ব্যবহারের সুবিধা এবং নতুন AI উদ্ভাবন নিয়ে কথা বলবে। Project Astra-র আপডেটও ঘোষণা হতে পারে।

Android XR ও স্মার্ট চশমা:

গুগলের Android XR প্রকল্প নিয়েও বড় ঘোষণা আসতে পারে। গত সপ্তাহে Android Show-তে সামান্য ইঙ্গিত দেওয়ার পর এবার প্রোটোটাইপ স্মার্টগ্লাস-এর একটি ঝলক দেখা যেতে পারে।

হার্ডওয়্যারের চেয়ে সফটওয়্যার প্রাধান্য

এবারের I/O-তে নতুন Pixel ফোন বা Nest ডিভাইস প্রকাশের সম্ভাবনা নেই বললেই চলে। ফোকাস থাকবে সফটওয়্যার, বিশেষত AI এবং XR প্রযুক্তির উপর।

মাইক্রোসফটের পর গুগলের পালা

গুগলের এই ঘোষণাগুলো এসেছে Microsoft Build সম্মেলনের ঠিক পরদিন, ফলে প্রযুক্তি দুনিয়ায় এই দুটি প্রতিদ্বন্দ্বী জায়ান্টের মধ্যে তুলনাও হচ্ছে। এখন দেখার বিষয়, গুগলের AI ও XR উদ্ভাবন কতটা চমক দিতে পারে বিশ্বকে।

 

সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

রাকিব

×