
ছবিঃ সংগৃহীত
মঙ্গলবার সান দিয়াগো আন্তর্জাতিক বিমানবন্দরে উড়াল দেওয়ার ঠিক আগমুহূর্তে একটি হাওয়াইয়ান এয়ারলাইন্সের বিমান থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হয় এক বোমা হুমকির ঘটনায়।
এয়ারলাইন্সটি এক বিবৃতিতে জানিয়েছে, “গেট থেকে বিমানের পুশব্যাক চলাকালে এক যাত্রীকে আমাদের বিমানের নিরাপত্তা নিয়ে হুমকি দিতে শোনা যায়।” বিবৃতিতে আরও বলা হয়, “সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ক্যাপ্টেন সঙ্গে সঙ্গে বিমানটিকে রানওয়ের একটি নিরাপদ স্থানে নিয়ে যান, যেখানে স্থানীয় ও ফেডারেল আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত হয় এবং যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়।”
বিমানটি হোনলুলুর ড্যানিয়েল কে. ইনউই আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে সকাল ৮টা ২৮ মিনিটে ছাড়ার কথা ছিল। বিমানে ২৮৩ জন যাত্রী ও ১০ জন ক্রু সদস্য ছিলেন।
এনবিসি নিউজ সান দিয়াগো জানিয়েছে, বিমানের আশেপাশে ডজনখানেক প্যাট্রোল কার ও কালো রঙের চিহ্নবিহীন এসইউভি গাড়ি পার্ক করা ছিল।
সান দিয়াগো হারবার পুলিশের সার্জেন্ট হোসে টরেস স্থানীয় সংবাদমাধ্যম কেপিবিএসকে বলেন, মঙ্গলবার দুপুর পর্যন্ত পরিস্থিতি মূল্যায়ন করা হচ্ছিল। তিনি জানান, বিমানটিকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং লাগেজ তল্লাশিতে বোমা সনাক্তকারী কুকুর ব্যবহার করা হয়েছে।
ঘটনাটি বিমানবন্দরের কার্যক্রমে কোনো প্রভাব ফেলেনি এবং ফ্লাইটঅয়্যারে দেখা যাওয়া যেকোনো বিলম্ব এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট নয় বলে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।
মুমু