
ছবি: সংগৃহীত
টেক দুনিয়ার ধনকুবের ইলন মাস্ক ও লেখিকা জাস্টিন উইলসনের কন্যা ভিভিয়ান জেনা উইলসন শুক্রবার আনুষ্ঠানিকভাবে মডেলিং জগতে পা রাখলেন।
২১ বছর বয়সী ভিভিয়ান ১৫ মে জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড ‘ওয়াইল্ডফ্যাং’-এর নতুন এক প্রচারাভিযানে অংশ নিয়ে নিজের অভিষেক ঘটান।
‘পরিচয়, আত্মবিশ্বাস ও আত্ম-প্রকাশ’-এই তিনটি ভাবনাকে কেন্দ্র করে তৈরি প্রচারণাটি ভিভিয়ানের ব্যক্তিগত ও পেশাগত যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। ইনস্টাগ্রামে নিজের ছবি ও ভিডিও শেয়ার করে ভিভিয়ান আত্মবিশ্বাসের সঙ্গে বিভিন্ন সাহসী পোশাকে নিজেকে উপস্থাপন করেছেন।
শুধু প্রচারণার মুখ হিসেবেই নয়, ভিভিয়ান এই প্রকল্পে সৃজনশীল ভূমিকা রেখেছেন। তিনি নিজেই একটি বিশেষ সংস্করণের টি-শার্ট ডিজাইন করেছেন। এই শার্ট বিক্রির পুরো আয় দান করা হবে ‘দ্য ট্রেভর প্রজেক্ট’-এ, যা এলজিবিটিকিউ+ তরুণদের আত্মহত্যা প্রতিরোধ ও মানসিক সহায়তার জন্য কাজ করে।
ওয়াইল্ডফ্যাং-এর সিইও এমা ম্যাকিলরয় ভিভিয়ানকে “সাহস, বুদ্ধিমত্তা ও অকপট নিজস্বতার প্রতীক” হিসেবে উল্লেখ করে বলেন, তিনি তরুণ প্রজন্মের জন্য একজন শক্তিশালী অনুপ্রেরণা।
উল্লেখ্য, ভিভিয়ান ২০২২ সালে আইনি পদ্ধতিতে নিজের নাম ও লিঙ্গ পরিবর্তনের আবেদন করে শিরোনামে আসেন এবং জনসমক্ষে নিজের বাবা ইলন মাস্কের সঙ্গে দূরত্ব তৈরি করার সিদ্ধান্ত নেন।
সূত্র: https://pakobserver.net/elon-musks-daughter-vivian-jenna-wilson-starts-modeling-career/
এএইচএ