
ছবি: সংগৃহীত
সৌদি ফ্যাশন কমিশনের আয়োজনে আগামী ২২ মে রিয়াদে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সৌদি ফ্যাশন অ্যাওয়ার্ডস’-এর দ্বিতীয় আসর।
এক বিবৃতিতে জানানো হয়েছে, এই অনুষ্ঠানটি তাদেরকেই সম্মানিত করবে, যারা সৌদি আরবের আন্তর্জাতিক ফ্যাশন ও বিউটি শিল্পে দ্রুত বর্ধমান প্রভাব গঠনে নেতৃত্ব দিচ্ছেন—ভবিষ্যৎ নির্মাতা, সৃজনশীল ব্যক্তিত্ব ও উদ্যোক্তাদের।
এবারের আসরে যেসব গুরুত্বপূর্ণ পুরস্কার প্রদান করা হবে, তার মধ্যে রয়েছে: বছরের সেরা ফ্যাশন স্টাইলিস্ট পুরস্কার, হিয়া ম্যাগাজিনের সঙ্গে যৌথভাবে বছরের সেরা ফ্যাশন ফটোগ্রাফার পুরস্কার, বছরের সেরা পুরুষদের পোশাক ব্র্যান্ড, বছরের সেরা নারীদের পোশাক ব্র্যান্ড, বছরের সেরা গহনার ব্র্যান্ড এবং বছরের সেরা মডেল হিসেবে এলিট মডেল সম্মাননা।
এবারের বিচারক প্যানেলে রয়েছেন হলিউড স্টাইলিস্ট ল’ রোচ; ফেয়ারচাইল্ড মিডিয়া গ্রুপ ও ডব্লিউডব্লিউডি’র প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যামান্ডা স্মিথ; সৌদি ফ্যাশন কমিশনের সিইও বুরাক চাকমাক; ইন্সটিটুট ফ্রঁসেজ দ্য লা মোদ-এর ডিন জাভিয়ের রোমাতে; চালহুব গ্রুপ সৌদি শাখার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলদাব্বাগেহ এবং হিয়া ম্যাগাজিনের প্রধান সম্পাদক মাই বদর।
বিবৃতিতে বুরাক চাকমাক বলেন, “রিয়াদ এখন গর্বের সঙ্গে ফ্যাশন, বিউটি এবং সৃজনশীল শিল্পের ভবিষ্যৎ কেন্দ্র হিসেবে গড়ে উঠছে। প্রতিশ্রুতি থেকে শুরু করে আজকের আন্তর্জাতিক উপস্থিতি—রেড কার্পেট, রানওয়ে এবং খুচরা বাজারজুড়ে—এই সবই একটি নতুন প্রজন্মের অগ্রদূতদের মেধা ও নিষ্ঠার প্রমাণ, যারা আঞ্চলিক ও আন্তর্জাতিক ফ্যাশনের মানদণ্ড নতুনভাবে সংজ্ঞায়িত করছেন।”
সূত্র: https://www.arabnews.com/node/2601305/lifestyle
এএইচএ