ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

শেষ রক্ষা হয়নি হাতকড়া নিয়ে পালানো দুই মাদকসেবীর

স্টাফ রিপোর্টার, বরিশাল

প্রকাশিত: ২৩:১৮, ২১ মে ২০২৫

শেষ রক্ষা হয়নি হাতকড়া নিয়ে পালানো দুই মাদকসেবীর

অবশেষে শেষ রক্ষা হলো না পুলিশের হ্যান্ডকাফসহ পালানো দুই মাদকসেবীর। টানা আট ঘণ্টা বরিশাল নগর গোয়েন্দা পুলিশ ও কাউনিয়া থানা পুলিশ বিভিন্ন স্থানে যৌথ অভিযান চালিয়ে হ্যান্ডকাফসহ পালানো মাদকসেবী মিরাজ ও রাসেলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন।

আজ বুধবার দিবাগত রাত সাড়ে দশটার দিকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার মশিউর রহমান।

সূত্রমতে, এর আগে বুধবার দুপুরে নগরীর ভাটিখানার সাহাপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সেবনকালে মাদকের আসর থেকে পাঁচ পিস ইয়াবাসহ পাঁচজনকে আটক করা হয়।

এ সময় কৌশলে হ্যান্ডকাফ পরিহিত অবস্থায় মিরাজ ও রাসেল নামের দুই মাদকসেবী পালিয়ে যায়।

অপর আটক হওয়া তিন মাদকসেবী হলো— নাসির উদ্দিন, ফিরোজ হাওলাদার ও আল-আমিন খন্দকার রাজু।

কাউনিয়া থানার ওসি নাজমুল নিশাত বলেন, অভিযান চালিয়ে হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া দুই মাদকসেবীকে আটকসহ মোট পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটককৃতরা সবাই ভাটিখানা এলাকার বাসিন্দা।

এম.কে.

×