
ছবি : জনকণ্ঠ
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে একটি চলাচলের মাটির রাস্তা কেটে সেখানে কলাগাছ রোপণ করেছে প্রতিপক্ষ। এতে ভোগান্তিতে পড়েছেন ভুক্তভোগী পরিবারসহ স্থানীয় শতাধিক মানুষ।
উপজেলার মহেশপুর ইউনিয়নের দস্তন পূর্বপাড়া গ্রামের বাসিন্দাদের চলাচলের সুবিধার্থে স্থানীয় ইউনিয়ন পরিষদ টিআর প্রকল্পের আওতায় ওই মাটির রাস্তাটি নির্মাণ করে। প্রতিদিন এই রাস্তায় কয়েকশ’ মানুষ যাতায়াত করেন।
রাস্তাটি নির্মাণের পর থেকেই ওই গ্রামের শামচুল হক শেখ ও আব্দুল কুদ্দুস শেখের মধ্যে রাস্তার জমি নিজেদের দাবি করে বিরোধ শুরু হয়। আদালতে মামলাও চলে এই নিয়ে। স্থানীয়ভাবে একাধিক সালিশ বৈঠক হলেও কোনো সমাধানে পৌঁছানো যায়নি।
সম্প্রতি শুক্রবার, শামচুল হক শেখ ও তার অনুসারীরা রাস্তাটি কেটে ফেলে এবং সেখানে কলাগাছ রোপণ করে। তাদের দাবি, রাস্তার জমিটি তাদের নিজস্ব মালিকানাধীন।
এর ফলে আব্দুল কুদ্দুস শেখের পরিবারসহ অন্যান্য গ্রামবাসী মারাত্মক দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে, মালামাল পরিবহন ও ভ্যান চলাচল বন্ধ হয়ে গেছে। কেউ কেউ রোগী পরিবহনে চরম ভোগান্তির কথাও জানান।
অভিযুক্তরা রাস্তাটি কেটে কলাগাছ রোপণের বিষয়টি স্বীকার করলেও স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরেই এই জমি নিয়ে দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। কয়েক দফা সালিশ বৈঠক হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি।
কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা জান্নাত বলেন, "অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
সা/ই