ঢাকা, বাংলাদেশ   বুধবার ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

নারায়ণগঞ্জে শব্দ দূষণকারী যানবাহনের বিরুদ্ধে অভিযান, ৭টি যানবাহনে জরিমানা ও হর্ণ জব্দ

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৬:৪৬, ২১ মে ২০২৫; আপডেট: ১৬:৪৬, ২১ মে ২০২৫

নারায়ণগঞ্জে শব্দ দূষণকারী যানবাহনের বিরুদ্ধে অভিযান, ৭টি যানবাহনে জরিমানা ও হর্ণ জব্দ

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সদর উপজেলায় শব্দ দূষণ বন্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় শব্দ দূষণকারী ৭টি যানবাহনকে ১৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এ সময় ৬টি হর্ন মেশিনও জব্দ করা হয়। বুধবার দুপুরে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব ফয়জুন্নেছা আক্তারের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিটু বড়ুয়া প্রসিকিউশন প্রদান করেন।

বুধবার বিকেল সাড়ে ৩টায় এ বিষয়টি নিশ্চিত করেন পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ এইচ এম রাসেদ। তিনি বলেন, অভিযানে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬-এর ৮(১) বিধি লঙ্ঘন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ১৫(২) ধারায় নারায়ণগঞ্জের সদর উপজেলার শব্দ দূষণকারী ৭টি যানবাহনকে ১৭ হাজার ৫০০ টাকা জরিমানা এবং ৬টি হর্ন মেশিন জব্দ করা হয়। নারায়ণগঞ্জে শব্দ দূষণকারী যানবাহনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আসিফ

×