ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২২ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

রেল কোচ ভেঙে লোহা চুরি, হাতেনাতে ধরা পড়লো চোর

নিজস্ব সংবাদদাতা, সৈয়দপুর

প্রকাশিত: ১৭:০৪, ২১ মে ২০২৫

রেল কোচ ভেঙে লোহা চুরি, হাতেনাতে ধরা পড়লো চোর

ছবি: জনকণ্ঠ

দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানার সুউচ্চ প্রাচীর টপকে রেলের সরঞ্জাম চুরির দায়ে শ্যামল সিংহ (৪৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী। বুধবার (২১ মে) দুপুরে তাকে আটক করে সৈয়দপুর থানায় হস্তান্তর করা হয়।

জানা যায়, কারখানার উঁচু দেওয়াল টপকে প্রায় প্রতিদিনই রেলওয়ে কোচ থেকে লোহা ও যন্ত্রাংশ চুরি করতো কে বা কারা। হ্যাকসো ব্লেড দিয়ে কোচের আন্ডার ফ্রেম (নীচের অংশ) থেকে লোহা, ইস্পাত, পাইপসহ বিভিন্ন ফিটিংস চুরি হচ্ছিল। এ অবস্থায় ওৎ পেতে থাকা রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যদের হাতে শ্যামল সিংহ (৪৬) নামে এক ব্যক্তি ধরা পড়ে। তার কাছ থেকে চুরি যাওয়া রেলের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। ঘটনাটি ঘটেছে দেশের বৃহত্তম নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানার ইয়ার্ডে।

আরএনবি সূত্র জানায়, নিরাপত্তা বাহিনী ও কারখানার শ্রমিকদের চোখ ফাঁকি দিয়ে, প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করেন শ্যামল সিংহ নামের ওই ব্যক্তি। তিনি কারখানা সংলগ্ন পাওয়ার হাউস এলাকার রাম সিংহের ছেলে। ধরা পড়ার পর জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে তিনি নিয়মিত এভাবে কারখানায় চুরি করতেন।

সৈয়দপুর রেলওয়ে কারখানার নিরাপত্তা বাহিনীর ইন্সপেক্টর ইলিয়াস হোসেন জানান, চুরির দায়ে শ্যামল সিংহকে আটক করে সৈয়দপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। কারখানার গেট বাজার সংলগ্ন জাবেদ, প্রধান ফটক সংলগ্ন এরশাদ এবং গোলাহাট কবরস্থান সংলগ্ন মকবুল ও আফতাব নামের কয়েকজন লোহা চোরকে আটকে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। অল্প সময়ের মধ্যেই তাদের আটক করা হবে বলে জানান তিনি।

সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফি নূর মোহাম্মদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কারখানার নিরাপত্তা জোরদার করা হয়েছে। আগামীতে লোহা চোর আটক হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

শহীদ

×