ঢাকা, বাংলাদেশ   বুধবার ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

পাকিস্তানে আত্মঘাতী গাড়ি বোমার স্কুলবাসে ধাক্কা, নিহত ৪ শিশু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:১৫, ২১ মে ২০২৫; আপডেট: ১২:১৮, ২১ মে ২০২৫

পাকিস্তানে আত্মঘাতী গাড়ি বোমার স্কুলবাসে ধাক্কা, নিহত ৪ শিশু

ছবিঃ সংগৃহীত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় অশান্ত বেলুচিস্তান প্রদেশে একটি আত্মঘাতী গাড়ি বোমা একটি স্কুলবাসে ধাক্কা দিলে অন্তত ৪ শিশু নিহত ও ৩৮ জন আহত হয়েছে। অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) স্থানীয় কর্মকর্তাদের বরাতে এই তথ্য জানিয়েছে।

স্থানীয় ডেপুটি কমিশনার ইয়াসির ইকবাল জানান, খুজদার জেলায় শিশুবাহী বাসটি স্কুলে যাওয়ার সময় এ হামলার ঘটনা ঘটে।

এখনও কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার না করলেও, প্রতিবেদনে বলা হয়—সন্দেহভাজন হিসেবে জাতিগত বেলুচ বিদ্রোহীদের দিকেই নজর রয়েছে, যারা প্রায়ই ওই অঞ্চলে নিরাপত্তা বাহিনী ও সাধারণ মানুষের ওপর হামলা চালায়।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি এই নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়ে নিহত শিশুদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন। তিনি হামলাকারীদের "পাশবিক" আখ্যা দিয়ে বলেন, নিরপরাধ শিশুদের লক্ষ্য করে হামলা চালিয়ে শত্রুরা চরম বর্বরতা দেখিয়েছে এবং তাদের কোনো প্রকার সহানুভূতি প্রাপ্য নয়।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহ চলছে, যেখানে বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)-সহ বিভিন্ন সংগঠন হামলা চালিয়ে আসছে। যুক্তরাষ্ট্র ২০১৯ সালে বিএলএকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে।

মুমু

×