
ছবি: সংগৃহীত
বলিউড অভিনেত্রী রাশমিকা মান্দানা আবারও প্রমাণ করলেন, ঐতিহ্যবাহী শাড়িতেও কীভাবে স্টাইলের ছোঁয়া আনা যায়। সম্প্রতি তিনি একটি আধুনিক ফিউশন কালো শাড়িতে সেজে সকলের নজর কেড়েছেন। এই শাড়ির সঙ্গে তিনি পরেছিলেন একটি বুস্তিয়ের ধাঁচের ব্লাউজ, যা ঐতিহ্য ও আধুনিকতার এক চমৎকার মেলবন্ধন।
এই বুস্তিয়ার ব্লাউজটিতে ছিল ট্রান্সপারেন্ট ও এমব্রয়ডারির সংমিশ্রণ, সঙ্গে ছিল সুগঠিত কাঠামো। ব্লাউজটির হৃদয়-আকৃতির গলার কাট এবং মোটা স্ট্র্যাপ তার কাঁধ ও গলার রেখা আরও স্পষ্টভাবে ফুটিয়ে তোলে। মাঝের অংশে ছিল দেখা-যাওয়া ‘বোনিং’ ও জাল-ধাঁচের ফ্যাব্রিক। কালো শাড়িটি স্কার্টের মতো কোমরে পেঁচিয়ে পরা হয়েছিল এবং পল্লবটি হাতে জড়ানো ছিল।
এই ফ্যাশন লুকের একমাত্র কনট্রাস্ট ছিল তাঁর গলায় পড়া সোনালি হার্ট-শেপের দুল ও রূপালি স্টাড। মেকআপের ক্ষেত্রে রাশমিকা বেছে নিয়েছেন ম্যাট বেস, হালকা কনট্যুর, সূক্ষ্ম ব্লাশ ও স্মোকি আইশ্যাডো। ঠোঁটে ছিল সফট মভ রঙের লিপস্টিক, যা সাহসী কালো পোশাকের সঙ্গে ভারসাম্য রক্ষা করেছিল। খোলা চুলের ছন্দেই সম্পূর্ণ হয়েছে তাঁর ফিউশন লুক।
রাশমিকার শাড়ি প্রেম নতুন কিছু নয়। সম্প্রতি একটি ফটোশুটের জন্য তিনি পরেছিলেন গাঢ় লাল রঙের একটি শাড়ি, যা এসেছে ডিজাইনার শুভিকা শর্মার ব্র্যান্ড ‘পাপা ডোন্ট প্রিচ’-এর কালেকশন থেকে। এই লুকটিতে ছিল পিরামিডাল প্লিটেড একটি মেঝে-ছোঁয়া শাড়ি-স্কার্ট এবং কোমরের কাছে রুচড ডিজাইনে একটি ভি-শেপ স্টাইল।
এই আউটফিটের সঙ্গে তিনি পরেছিলেন ফুল স্লিভড একটি ক্রপড ব্লাউজ, যাতে ছিল বুস্তিয়ার ধাঁচ এবং একটি সংযুক্ত পল্লব, যা তাঁর ডান কাঁধে ড্রেইপ করা ছিল। পোশাকটির বিশেষ আকর্ষণ ছিল সোনালি সিকুইন ও বিডস দিয়ে তৈরি ঝকঝকে এমব্রয়ডারি। এই স্টাইলের সঙ্গে কোনোরকম গয়না ব্যবহার না করেও রাশমিকার লুক ছিল অনবদ্য, যা সাজিয়ে তুলেছিলেন সেলিব্রিটি স্টাইলিস্ট প্রিয়াঙ্কা কাপাডিয়া বদানি।
রাশমিকা মান্দানা আবারও দেখালেন, শাড়িকে কেবল ঐতিহ্যিক পোশাক হিসেবে না দেখে, সেটিকে কীভাবে আধুনিক ফ্যাশনের সঙ্গে মানিয়ে নেওয়া যায়।
মিরাজ খান