
ছবিঃ প্রতীকী অর্থে
রাজধানীর ধোলাইখাল এলাকার একটি বাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জান্নাত (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২১ মে) সন্ধ্যা ৬টার দিকে ধোলাইখাল জোড়পুর লেনে এই ঘটনা ঘটে। অচেতন অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সন্ধ্যা ৭টার দিকে মৃত ঘোষণা করেন।
তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা নানী নাসরিন বেগম জানান, নিজেদের বাড়ির নিচ তলায় থাকে জান্নাতের ৪ ভাইবোনসহ বাবা-মা। তার বাবা মো. সুমন ওয়ার্কশপে কাজ করেন। সন্ধ্যায় কাজে ছিলেন তিনি। এসময় বাসায় ভাইবোনদের সাথে খেলছিল জান্নাত। তখন বিদ্যুৎ ছিল না। খাটের উপর বসে ফ্রিজের সংযোগ দেয়া বিদ্যুতের ফ্লাগের পাশে খেলছিল। এসময় হঠাৎ বিদ্যুৎ চলে আসলে বিদ্যুতায়িত হয়ে খাট থেকে নিচে পড়ে যায় সে।
তিনি জানান, খবর পেয়ে সঙ্গে সঙ্গে শিশুটিকে রিকশায় করে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে রাস্তায় প্রচন্ড জ্যাম থাকায় যখন হাসপাতালে পৌছান ততক্ষণে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের ধারণা, বিদ্যুতের ফ্লাগে হাত দেয়ায় সেখান থেকে বিদ্যুতায়িত হয়েছিল সে।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানায় বিষয়টি জানান হয়েছে। শিশুটির শরীর নীল বর্ণ হয়ে আছে। পরিবার দাবি করছে বিদ্যুতায়িত হয়েছিল সে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে তা থানা পুলিশ তদন্ত করছে।
ইমরান