ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২২ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

মায়ের চিকিৎসায় নতুন জীবন পেল শিশু তাইবা

লিয়াকত আলী, কন্ট্রিবিউটিং রিপোর্টার, কলমাকান্দা, নেত্রকোনা

প্রকাশিত: ২২:২০, ২১ মে ২০২৫

মায়ের চিকিৎসায় নতুন জীবন পেল শিশু তাইবা

ছবি: জনকণ্ঠ

জন্মের পর থেকেই হার্টের সমস্যায় ভুগছে দশ বছরের শিশু তাইবা আক্তার মাহি৷ এনিয়ে দুশ্চিন্তায় ঘুম ছিলনা মা মোমেনা খাতুনের। স্বামীর মৃত্যুর পর তিন সন্তান নিয়েই তাঁর পরিবার। তবে সুখ যেন তার কপালে ধরা দিচ্ছিল না। হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন শিশু তাইবা। ডাক্তারের কাছে নিয়ে গেলে পরিক্ষা-নিরীক্ষা শেষে জানতে পারেন তাইবার হার্টে সমস্যা রয়েছে। এরপর বড় ভাই মনিরুজ্জামান মনির দায়িত্ব নিয়ে চিকিৎসা চালিয়েছেন শিশুটির। জমানো টাকা আর ধারদেনা করে চিকিৎসার খরচ চালিয়েছেন দিনমজুর ভাই। একপর্যায়ে টাকার অভাবে চিকিৎসা বন্ধ হয়ে যায় শিশুটির। 

অবশেষে সেই শিশু তাইবার চিকিৎসার দায়িত্ব নেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। গত সোমবার রাজধানীর ঢাকা মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে শিশুটির অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। 

বুধবার (২১ মে) দুপুরে এ বিষয়ে জানতে মুঠোফোনে কথা হয় শিশুটির মা মোমেনা খাতুনের সঙ্গে। তিনি বলেন, জন্মের পর থেকেই হার্টের সমস্যায় ভুগছে। সবসময় অসুস্থ থাকতো। তিন বছর বয়সে ডাক্তার দেখিয়ে জানতে পারি হার্টের সমস্যা আছে। শুরুতে চিকিৎসা করেছি পরে টাকার অভাবে বন্ধ হয়ে যায়। তাইবার বাবা গত সাত বছর আগে মারা গেছেন। আমার বড় ছেলে চিকিৎসা করেছিলেন। এখন বিএনপি নেতা ব্যারিস্টার কায়সার কামাল অপারেশন করেছে। 

জানা গেছে, শিশু তাইবা নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের হাটশিরা-শিবনগর গ্রামের মৃত ওয়াশ কুরুনি’র মেয়ে। সে নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়াশুনা করে। এর আগে হার্টে দুটি ছিদ্র নিয়ে জন্ম নেওয়া আব্দুল্লাহ নামে তিন বছর বয়সী এক শিশুর চিকিৎসার দায়িত্ব নিয়ে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে অস্ত্রোপচার শেষে সুস্থ করে বাড়ি পাঠিয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল।

এ বিষয়ে ব্যারিস্টার কায়সার কামাল জানান, কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলার অসহায় প্রতিটি মানুষকে স্বাস্থ্য সুরক্ষা দিতে একাধিক হেল্থ ক্যাম্পের' আয়োজন করেছেন। এরপর জন্মগতভাবে হার্টের ত্রুটি নিয়ে জন্মগ্রহণকারী কয়েকটি শিশুর পরিবারের লোকজন ওইসব শিশুর চিকিৎসার জন্য তার সাথে যোগাযোগ করেন। তিনি মানবিক কারণেই আবদুল্লাহ নামে এক শিশুর সফল অস্ত্রোপচারের পর তাইবা নামে অপর এক শিশুর অস্ত্রোপচার করিয়েছেন। পাশাপাশি তার ব্যক্তিগত এই প্রচেষ্টা চলমান থাকবে বলেও তিনি জানান।

সাব্বির

×