ঢাকা, বাংলাদেশ   বুধবার ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

জিডি কেন প্রয়োজন? জিডি কিভাবে সাহায্য করে?

প্রকাশিত: ১২:২৩, ২১ মে ২০২৫; আপডেট: ১২:২৫, ২১ মে ২০২৫

জিডি কেন প্রয়োজন? জিডি কিভাবে সাহায্য করে?

ছবিঃ সংগৃহীত

অনেক সময় আমরা নিজেরাও না বুঝে বলি—"থানায় গিয়ে একটা জিডি করে রাখো"। কিন্তু সত্যি বলতে, জিডি বা সাধারণ ডায়েরি কেন করা হয়, তা অনেকেই জানি না। এ বিষয়ে ব্যারিস্টার লিমা আঞ্জুমান স্পষ্ট করে বলেন, “জিডি মানে জেনারেল ডায়েরি, বাংলায় যাকে বলা হয় সাধারণ ডায়েরি। আর সাধারণ বলেই, এর প্রয়োজনটাও সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ।”

তিনি জানান, আপনি যদি কোনো থানা এলাকার বাসিন্দা হন এবং আপনার সঙ্গে কেউ অপ্রীতিকর আচরণ করে, হুমকি দেয়, ফোনে ভয় দেখায়, কিংবা আপনার মনে হয় কিছু একটা ঝামেলা ঘটতে পারে—সেই সময় থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি করে রাখা অত্যন্ত প্রয়োজনীয়।

জিডি কীভাবে সাহায্য করে?

লিমা আঞ্জুমান বলেন, “যখন আপনি জিডি করেন, তখন থানার রেকর্ডে বিষয়টি থেকে যায়। ভবিষ্যতে যদি সত্যিই কোনো বড় সমস্যা তৈরি হয়, তখন এই জিডি একটি শক্তিশালী প্রমাণ হিসেবে কাজ করে।”

এছাড়াও তিনি উল্লেখ করেন, বর্তমানে জিডি করার ৪৮ ঘণ্টার মধ্যে একজন তদন্ত কর্মকর্তা (IO - Investigating Officer) নিয়োগ করা হয় এবং তিনি প্রাথমিক তদন্ত শুরু করেন। যদি তদন্তে সত্যতা পাওয়া যায়, তাহলে বিষয়টি মামলা আকারে আদালতে পাঠানো হয়।

আর যদি তদন্তে মনে হয় ঘটনাটি মামলার পর্যায়ে যাওয়ার মতো নয়, তাহলে পুলিশ হয়তো অপর পক্ষকে ডেকে একটি আলোচনার মাধ্যমে বিষয়টি মীমাংসা করে দেয়। এতে ভবিষ্যতে বড় কোনো সমস্যা এড়ানো সম্ভব হয়।

সুতরাং, হালকা ঝুঁকি বা সম্ভাব্য ঝামেলাকেও অবহেলা করা ঠিক নয়। ব্যারিস্টার লিমা আঞ্জুমান মনে করেন, কোনো সম্ভাব্য সমস্যা আগে থেকেই থানা কর্তৃপক্ষকে জানিয়ে রাখলে তা ভবিষ্যতে বড় বিপদ থেকে রক্ষা করতে পারে। জিডি কেবল একটা "কাগজ" নয়, এটি আপনার সুরক্ষা ও আইনি অধিকার নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার।
 

 

মারিয়া

×