
ছবি: সংগৃহীত
তালাকপ্রাপ্ত নারীরা তালাক কার্যকর হওয়ার ৯০ দিনের মধ্যে পুনরায় বিয়ে করতে পারবেন কি না—এ প্রশ্নে স্পষ্ট মত দিয়েছেন অ্যাডভোকেট হাসানুল হক মৃদুল।
তিনি বলেন, "বিয়েতো করতেই পারে। করলে কে আটকাবে? কিন্তু সেই বিয়েটা অবৈধ হবে।"
তিনি আরও বলেন, এভাবে বিয়ে করলে রেজিস্ট্রেশন হবে না এবং ধর্মীয় দৃষ্টিতেও পাপ হবে। কারণ, বিয়ে করার ক্ষেত্রে যদি মেয়েটি তালাকপ্রাপ্ত হয়, তাহলে তাকে অবশ্যই ধর্মীয়ভাবে ১৩০ দিন পর্যন্ত ‘ইদ্দতকাল’ পালন করতে হবে। এই ইদ্দতকাল পালন না করে বিয়ে করলে সেই বিয়েটা ধর্মীয়ভাবে বাতিল বলে বিবেচিত হবে।
সূত্র: https://youtube.com/shorts/cvoMSQsFIhk?si=eCGM02TAytO_n2EJ
এএইচএ