
ছবি : জনকণ্ঠ
মাদারীপুরে ‘নিরাপদ অভিবাসন ও টেকসই পুনঃএকত্রীকরণ’ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে বুধবার রাজৈর উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
মাদারীপুর জেলার ব্র্যাক জেলা সমন্বয়কারী মিতু রানী দেবনাথের সভাপতিত্বে কর্মশালায় বক্তারা বলেন, “বিদেশ যাওয়ার সময় নিয়ম মেনে বৈধ পথে যেতে হবে। দক্ষ হয়ে বিদেশ গেলে ক্ষতির শিকার হবেন না। কথিত গেমের মাধ্যমে ইউরোপে যাওয়ার পথে অনেক মানুষ মারা যাচ্ছেন। আমাদের সকলকে দায়িত্ব নিয়ে এই বিষয়ে সচেতনতা প্রচার করতে হবে।”
এ সময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহফুজুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা শাশতী ছন্দা দেবনাথ, উপজেলা শিক্ষা কর্মকর্তা গুলশান আরা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বাদশা ফয়সাল প্রমুখ।
অনুষ্ঠান শেষে ক্ষতিগ্রস্ত বিদেশ-ফেরত অভিবাসী দেলোয়ার হোসেন ও নাঈম মোল্লার হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
এছাড়া বিদেশে অবস্থানকালে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন ইতালি ফেরত অভিবাসী লুৎফর রহমান এবং দেলোয়ার হোসেন।
কর্মশালাটি পরিচালনা করেন মাদারীপুর এমআরএসসি কো-অর্ডিনেটর জয় বনিক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের রিজিওনাল এমআরএসসি কো-অর্ডিনেটর দেবানন্দ মণ্ডল।
সভায় আরও উপস্থিত ছিলেন জেলার অভিবাসন বিষয়ে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, বেসরকারি সংস্থার প্রতিনিধি, সাংবাদিক, নাগরিক সমাজের প্রতিনিধি, বিদেশ-ফেরত অভিবাসী ও তাদের পরিবারের সদস্যগণ।
সা/ই