
ছবি: সংগৃহীত
তারুণ্যের ভবিষ্যৎ, ভবিষ্যৎ বাংলাদেশ" স্লোগানে ২৭ মে ২০২৫ তারুণ্যের রাজনৈতিক ভাবনা ও অর্থনৈতিক মুক্তি শীর্ষক সেমিনার ও ২৮ মে ২০২৫ ঢাকায় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে গোপালগঞ্জে যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২১ মে বিকাল ৪ ঘটিকায় গোপালগঞ্জ শহরের ইশিকা পার্টি সেন্টারে গোপালগঞ্জ জেলা যুবদলের আয়োজনে উক্ত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
গোপালগঞ্জ জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপটন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান পলাশ এর সঞ্চালনায় প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ফরিদপুর বিভাগীয় প্রস্তুতি সভার সমন্বয়ক সাব্বির আহমেদ দীপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এবং ফরিদপুর বিভাগীয় প্রস্তুতি সভার সহ-সমন্বয়ক মাহমুদুল হাসান বাপ্পী, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহকোষাধ্যক্ষ ও ফরিদপুর বিভাগীয় প্রস্তুতি সভার সহ-সমন্বয়ক রোকনুজ্জামান তালুকদার রোকন।
এসময় গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা ও পৌরসভা, কাশিয়ানী উপজেলা, টুংগীপাড়া ও কোটালীপাড়া উপজেলা ও পৌরসভা এবং গোপালগঞ্জ সদর উপজেলা ও শহর যুবদলের আহ্বায়ক - সদস্য সচিব, যুগ্ম আহ্বায়ক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
ফারুক