ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২২ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

এনসিপির জলঢাকা কার্যালয় উদ্বোধন

কৃষক শ্রমিক মেহনতি ও অসহায় মানুষের পাশে থাকবে এনসিপি: আবু সাঈদ লিওন

তাহমিন হক ববী,স্টাফ রিপোর্টার,নীলফামারী

প্রকাশিত: ২০:৩৯, ২১ মে ২০২৫

কৃষক শ্রমিক মেহনতি ও অসহায় মানুষের পাশে থাকবে এনসিপি: আবু সাঈদ লিওন

ছবি: সংগৃহীত

নীলফামারীর জলঢাকা উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয় অনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসাবে পার্টির কার্যালয় উদ্ধোধন করেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম মূখ্য সংগঠক (উত্তর অঞ্চল) মোঃ আবু সাঈদ লিওন।

পার্টির পক্ষে জানানো হয়, মঙ্গলবার (২০ মে) সন্ধ্যায় জলঢাকা সরকারি কলেজ মোড় (ডোমার ডিমলা) রোডে এ অফিস উদ্বোধন করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি জলঢাকা উপজেলা প্রতিনিধি রেজাউল করিম রাজু, মোঃ মোহাইমুনুল রহমান সানা, আব্দুর রাজ্জাক, প্রিন্স মাহমুদ, শরিফুজ্জামান শরিফ, বকুল হোসাইন,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা যূগ্ন আহবায়ক নেওয়াজ নিশান, যুগ্ম সদস্য সচিব আহসান হাবিব রক্সি, সাজ্জাদ হোসেন সাব্বির এবং মূখ্য সংগঠক সাবাব তানজিম সহ জাতীয় নাগরিক পার্টি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক নেতাকর্মী বৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ আবু সাঈদ লিওন বলেন, পার্টির কার্যালয়ের উদ্ধোধনের মাধ্যমে জলঢাকা উপজেলায় এনসিপির আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু হলো। এই যাত্রায় তরুণ্যরা আবারো নতুন করে জেগে উঠবে, সাধারন মানুষের ন্যায্য অধিকার নিয়ে কাজ করবে। এনসিপির  এ অফিসের মাধ্যমে কৃষকজীবী ও শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য এনসিপি কাজ করবে। জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের অধিকার আদায়ের জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। এ অফিস কৃষক,শ্রমিক,মেহনতি অসহায় মানুষদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। তাদের পাশে এনসিপি থাকবে।

আলীম

×