
ছবি: সংগৃহীত
ইসরায়েলি বাহিনী গাজায় টানা বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে। রাতভর হামলায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। গাজায় ইসরায়েলের এই “নৃশংস” যুদ্ধের বিরুদ্ধে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের সমালোচনা ইসরায়েল উড়িয়ে দিয়েছে।
গাজা কর্তৃপক্ষ জানিয়েছে, ২ মার্চ থেকে এখন পর্যন্ত ইসরায়েলের “অনাহার নীতি”-র কারণে অন্তত ৩২৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। জাতিসংঘ সতর্ক করে বলেছে, ১৪,০০০ নবজাতকের জীবন ৪৮ ঘণ্টার মধ্যে মৃত্যুঝুঁকিতে পড়তে পারে।
জাতিসংঘ আরও জানিয়েছে, কিছু ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করলেও ইসরায়েলি নিষেধাজ্ঞার কারণে কোনো ত্রাণ বিতরণ সম্ভব হয়নি।
সূত্র: https://www.aljazeera.com/news/liveblog/2025/5/21/live-israel-blocking-food-medicine-has-led-to-326-deaths-in-gaza
এএইচএ