ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২২ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

সাম্য হত্যার বিচার চেয়ে মুকসুদপুরে ছাত্রদলের বিক্ষোভ

শরিফুল রোমান, মুকসুদপুর, গোপালগঞ্জ

প্রকাশিত: ১৭:৩৮, ২১ মে ২০২৫; আপডেট: ১৭:৫৪, ২১ মে ২০২৫

সাম্য হত্যার বিচার চেয়ে মুকসুদপুরে ছাত্রদলের বিক্ষোভ

ছবি: সংগৃহীত

"বিচার, বিচার, বিচার চাই—সাম্য হত্যার বিচার চাই"—স্লোগানে উত্তাল মুকসুদপুর কলেজ ক্যাম্পাস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী, স্যার এ এফ রহমান হল শাখার সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে মুকসুদপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ মে) মুকসুদপুর উপজেলা, মুকসুদপুর পৌরসভা এবং সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রদল এ বিক্ষোভ মিছিল করে।

বক্তারা এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী, স্যার এ এফ রহমান হল শাখার সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মিকাইল হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি ইমরুম কায়েস, তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব, মুকসুদপুর উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রইন, সাধারণ সম্পাদক জুবায়ের মাতুব্বর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের খান, জাহিদুল ইসলাম, মুকসুদপুর পৌর ছাত্রদলের সভাপতি আশিকুর রহমান মুন্সী, সাধারণ সম্পাদক শাকিল শরীফ, সাংগঠনিক সম্পাদক অন্তর বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদ সরদার, সানি, সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী মুন্সী, সিনিয়র সহ-সভাপতি অন্তর শিকদার, সাধারণ সম্পাদক মহাসিন মোল্যা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব আহমেদ দিপু, সহ-সভাপতি মারুফ মিয়া, সহ-সভাপতি জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আহমেদ, তামিম হোসেনসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

রিফাত

×