
ছবি: জনকণ্ঠ
রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি পৌরসভার বৃহত্তর মুসলিম ব্লক বাজার মার্কেটে ভয়াবহ আগুনে ৩০টি দোকান সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে গেছে।
বুধবার দিবাগত রাত মধ্যরাতে জনৈক আলমগীরের কাপড়ের দোকান থেকে এই আগুনের ঘটনা ঘটে বলে এলাকাবাসী জানায়।বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ব্যবসায়ীদের ধারণা।
দূর্গম এই উপজেলায় কোন ফায়ার স্টেশন না থাকায় স্থানীয়দের সঙ্গে নিয়ে পুলিশ, বিজিবি সদস্যদের আপ্রাণ চেষ্টা চালিয়ে দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।আগুনে প্রায় ৩০টিপুড়ে গেছে । দোকানের মধ্যে রয়েছে মুদি, কাপড়, ঔষধ ও চায়ের দোকান । এতে আনুমানিক দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন। আগুনের সংবাদ পেয়ে বাঘাইছড়ি থানার ওসি ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এলাকাবাসীর দাবির মুখে ২০১৮ সালে ফায়ার স্টেশন নির্মাণের জন্য জমি অধিগ্রহণ করা হলেও দীর্ঘ ৭ বছরেও ফায়ার স্টেশন তৈরির কাজ শুরু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও এলাকাবাসী।#মোহাম্মদ আলী
সাব্বির