ঢাকা, বাংলাদেশ   বুধবার ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

স্ত্রী বাবার বাড়ি চলে গিয়ে আর ফিরতে চাচ্ছে না, করণীয় কী?

প্রকাশিত: ০৭:৩৬, ২১ মে ২০২৫

স্ত্রী বাবার বাড়ি চলে গিয়ে আর ফিরতে চাচ্ছে না, করণীয় কী?

ছবিঃ সংগৃহীত

স্ত্রী যদি বাপের বাড়িতে বেড়াতে গিয়ে আর ফিরে না আসে, তাহলে প্রথমেই স্বামীকে চিন্তা করতে হবে—কি কারণে সে আর সংসারে ফিরতে চাইছে না। কারণটি চিহ্নিত করা না গেলে, সঠিক পদক্ষেপ নেওয়াও সম্ভব নয়। ব্যারিস্টার লিমা আঞ্জুমান জানিয়েছেন, হতে পারে স্ত্রীর কোনো এক্সট্রা মেরিটাল অ্যাফেয়ার রয়েছে, অথবা সে স্বামীর বাবা-মার সঙ্গে কিংবা যৌথ পরিবারে মানিয়ে নিতে পারছে না। এমনও হতে পারে, স্ত্রীর কোনো চাহিদা পূরণ হচ্ছে না।

যদি পারিবারিকভাবে বসে এই সমস্যার সমাধান সম্ভব হয়, তবে তা অবশ্যই আগে করতে হবে। তবে ফ্যামিলিগতভাবে আলোচনার মাধ্যমেও সমাধান না হলে, পরবর্তী পদক্ষেপ হিসেবে এলাকার চেয়ারম্যানের কাছে যেতে হবে। চেয়ারম্যানের একটি ফোরাম রয়েছে, যেখানে তিনি উভয় পক্ষকে নিয়ে বসে আপোষ-মীমাংসা করার ক্ষমতা রাখেন।

চেয়ারম্যানের মাধ্যমেও যদি সমাধান না আসে, তবে শেষ পর্যায়ে যেতে হবে জেলা আদালতের পারিবারিক আদালতে। সেখানে 'দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধার' অর্থাৎ রেস্টিটিউশন অফ কনজুগাল লাইফ মামলার মাধ্যমে স্বামী তার স্ত্রীকে সসম্মানে ঘরে ফেরানোর আবেদন জানাতে পারেন।

এই মামলার শুনানিতে স্ত্রীও তার বক্তব্য এবং সমস্যাগুলো তার আইনজীবীর মাধ্যমে আদালতে উপস্থাপন করবেন। এরপর আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে সিদ্ধান্ত গ্রহণ করবে—এই বৈবাহিক সম্পর্ক কোন দিকে এগোবে।

তাই ব্যারিস্টার লিমা আঞ্জুমানের পরামর্শ, প্রথমে কারণ খুঁজে বের করুন, তারপর ধাপে ধাপে আইনি প্রক্রিয়ায় এগিয়ে যান। এতে করে অপ্রয়োজনীয় প্যানিক বা উদ্বেগের কোনো প্রয়োজন নেই।

তথ্যসূত্রঃ https://youtube.com/shorts/rOjp4xBZKU0?si=ry--sG9OMNSa8W50

মারিয়া

×