ঢাকা, বাংলাদেশ   বুধবার ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

গ্রামে প্রযুক্তির আলো, তরুণদের হাতে বদলে যাচ্ছে সময়ের স্রোত

 আব্দুন নুর আজাদ, কন্ট্রিবিউটিং রিপোর্টার, ঠাকুরগাঁও

প্রকাশিত: ১২:২৯, ২১ মে ২০২৫

গ্রামে প্রযুক্তির আলো, তরুণদের হাতে বদলে যাচ্ছে সময়ের স্রোত

ছবি: জনকন্ঠ

ঠাকুরগাঁও সদর উপজেলার ভাতগাঁও ইউনিয়নের এক নিরিবিলি গ্রামে যখন সূর্য ডোবার প্রস্তুতি নিচ্ছে, তখনই একদল তরুণ জড়ো হচ্ছে গ্রামের একটি টিন-ঘরের উঠোনে। কেমন যেন উৎসবের আমেজ! কেউ কোডিং শিখছে, কেউ ভিডিও এডিট করছে, আবার কেউ ডিজিটাল মার্কেটিং নিয়ে গবেষণায় মগ্ন। এই চিত্র আজ আর কল্পনা নয়, বরং এটি হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ের নতুন বাস্তবতা।

প্রযুক্তির হাত ধরে জীবনের পরিবর্তন

২১ বছর বয়সী মো. শাওন ইসলাম আগে স্থানীয় একটি মুদি দোকানে কাজ করতেন। করোনা পরবর্তী সময়ে তিনি ইউটিউবে ফ্রিল্যান্সিং শেখার মাধ্যমে আজ একজন সফল গ্রাফিক ডিজাইনার। তার কথায়,

আমরা গ্রামের ছেলে বলে পিছিয়ে থাকব কেন? এখন ঘরে বসে আমি ইউরোপের ক্লায়েন্টের ডিজাইন করছি।

ডিজিটাল শিক্ষা ঘরে ঘরে

স্থানীয় একটি সংগঠন 'গ্রামীণ উদ্যম' গত এক বছর ধরে বিনামূল্যে ডিজিটাল প্রশিক্ষণ দিচ্ছে। তাদের সহযোগিতায় ইতোমধ্যেই প্রায় ৩০০ তরুণ ও তরুণী অনলাইনভিত্তিক আয়ের পথ খুঁজে পেয়েছে। সংগঠনের সমন্বয়কারী শবনম আক্তার জানান,

আমরা বিশ্বাস করি, প্রত্যেক গ্রামেই একটি করে আইটি ল্যাব গড়ে উঠতে পারে। শুধু দরকার দৃষ্টি ও দৃঢ়তা।

প্রযুক্তির ছোঁয়ায় কৃষিও হচ্ছে স্মার্ট

এই এলাকার কৃষকরাও প্রযুক্তি থেকে পিছিয়ে নেই। ৫৫ বছর বয়সী রফিকুল ইসলাম বলেন,

আগে আন্দাজে চাষ করতাম। এখন ‘Krishi Apps’ দিয়ে বুঝি কোন জমিতে কোন ফসল হবে।

এক সময়ের অবহেলিত ঠাকুরগাঁও আজ হয়ে উঠছে ডিজিটাল অভিযাত্রার এক অনন্য দৃষ্টান্ত। গ্রামের প্রতিটি ঘরে প্রযুক্তির আলো ছড়িয়ে পড়ছে তরুণদের হাত ধরে। এই অগ্রগতি শুধু জেলার নয়, বরং গোটা দেশের প্রত্যাশার প্রতিচ্ছবি।

মুমু

×