
বলিউডে কিছুদিন ধরেই গুঞ্জন ছড়াচ্ছে—জাহ্নবী কাপুরের প্রেমের কথা। শিখর পাহাড়িয়ার সঙ্গে তার সম্পর্কের খবর বেশ আলোচনায়। এ সময় শ্রীদেবীর কন্যার ব্যক্তিগত জীবন যেন এক নতুন মোড় নিয়েছে।
কিন্তু শুধু প্রেমেই সীমাবদ্ধ নয় জাহ্নবীর সাফল্য। তাঁর এবং ঈশান খট্টরের অভিনীত ছবি ‘হোমবাউন্ড’ এবারের কান চলচ্চিত্র উৎসবে ‘আন সার্টেন রিগার্ড’ ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছে, যা বলিউডের জন্য গৌরবের বিষয়।
প্রদর্শনীর আগে ১৯ মে জাহ্নবী ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন, যেখানে দেখা যায় প্যানকেকের ওপর লেখা ছিল, ‘কানস রেডি? টি-১ ডে!’—এক্সাইটমেন্ট স্পষ্ট।কানে পৌঁছে দিদির সিনেমার স্ক্রিনিংয়ে অংশ নিতে হাজির হন জাহ্নবীর বোন খুশি কাপুর তার প্রেমিক ওরির সঙ্গে। এছাড়া, জাহ্নবীর প্রেমিক শিখরও রয়েছেন তাঁদের সঙ্গে।
তাদের ঝলমলে মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে, যা করণ জোহর নিজেই শেয়ার করেছেন। পুরো দলের এই কান ভ্রমণ যেন নতুন এক রোমাঞ্চের অধ্যায় যোগ করল বলিউডের পাতায়।
রাজু