ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২২ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

রাজবাড়ীতে বালুবাহী ড্রাম ট্রাকের চাপায় ২ স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু 

শহিদুল ইসলাম, সংবাদদাতা, রাজবাড়ী

প্রকাশিত: ১৮:২৭, ২১ মে ২০২৫

রাজবাড়ীতে বালুবাহী ড্রাম ট্রাকের চাপায় ২ স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু 

ছ‌বি: সংগৃহীত

রাজবাড়ীর পাংশায় বালুবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়েছে পুলিশ। বুধবার (২১ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের নওপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, কুষ্টিয়ার খোকসা পৌর সভার  কমলাপুর এলাকার মো: কোরবান শেখ (৫৫) ও খোকসা পৌর সভার অশোক কুমার রায় (৬০)।তারা দুইজনই স্বর্ণ ব্যবসায়ী। 
নিহতের প্রতিবেশী মো: বকুল হোসেন বলেন, আজ সকালে কোরবান শেখ ও অশোক রায় এক মোটরসাইকেল পাংশায় মহাজনের হালখাতা করতে যায়। বাড়ি ফেরার পথে মাছপাড়া বাসস্ট্যান্ডের আগে নওপাড়া এলাকায় আসলে কুষ্টিয়া দিক থেকে ছেড়ে আসা বালুবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় তার দুইজন পড়ে যায়। তিনি আরও বলেন, স্থানীয়রা তাদের উদ্ধার করে পাংশা হসপিটালের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। 

পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক তানসু সমা বলেন, তাদের হসপিটালে পৌছানোর আগেই মৃত্যু হয়েছে। 
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সালাউদ্দিন বলেন, বালুবাহী ডাম্প ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন।ঘাতক ট্রাক ও চালক পালিয়ে গেছে। ঘাতক ট্রাক ও চালক আটকে অভিযান অব্যাহত আছে। 

আলিফ

×