ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২২ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

লালমনিরহাটে প্রায় তিন কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

জামাল বাদশা, লালমনিরহাট

প্রকাশিত: ১৮:১১, ২১ মে ২০২৫

লালমনিরহাটে প্রায় তিন কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

ছবি: জনকণ্ঠ

লালমনিরহাটে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর উদ্যোগে প্রায় তিন কোটি টাকা মূল্যের বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। বুধবার (২১ মে) সকালে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর প্রশিক্ষণ মাঠে এ মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

রংপুর সেক্টরের অধীনস্থ ১৫ বিজিবি, ৫১ বিজিবি (রংপুর) ও ৬১ বিজিবি (তিস্তা ব্যাটালিয়ন)-এর সীমান্ত এলাকা থেকে বিভিন্ন সময় মালিকবিহীন অবস্থায় আটককৃত এসব মাদকদ্রব্য একসঙ্গে পুড়িয়ে ও রোলার দিয়ে পিষে ধ্বংস করা হয়।

মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবি রংপুর রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস. এম. জাহিদুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল সাব্বির আহমেদ। এ সময় অন্যান্যদের মধ্যে লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক, সহকারী কমিশনার (জুডিশিয়াল মুন্সিখানা), অতিরিক্ত পুলিশ সুপার, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা, কাস্টমস ও ভ্যাট বিভাগের প্রতিনিধিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন লালমনিরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি। তিনি সমাজে মাদকের কুফল তুলে ধরে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান এবং অভিযানে বেসামরিক প্রশাসন, পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও গণমাধ্যমের সহায়তার জন্য ধন্যবাদ জানান।

প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল জাহিদুর রহমান বলেন, “মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। এটি শুধু ব্যক্তি নয়, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। এই মরণনেশার বিস্তার রোধে বিজিবির পাশাপাশি সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষকে একযোগে কাজ করতে হবে।”

মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানের আলোচনা শেষে নিম্নোক্ত মাদকদ্রব্য ধ্বংস করা হয়: ফেনসিডিল: ২৮,৯২৮ বোতল, ইস্কাফ সিরাপ: ১৩,৮০৮ বোতল, বিভিন্ন প্রকার বিদেশি মদ: ১,০৫৬ বোতল, গাঁজা: ৯৬৪.১১৩ কেজি, ইয়াবা ট্যাবলেট: ১২,০৯৪ পিস, হেরোইন: ৩৩ গ্রাম, টাপেন্টাডল ট্যাবলেট: ২১,৪১৮ পিস, কডিসেপ সিরাপ: ৪ বোতল, বিয়ার: ৮৭ ক্যান/বোতল।

মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের উদ্যোগ নিয়মিত নেওয়া হবে বলে জানান আয়োজকরা।

 

আলিফ

×