
দৈনিক জনকণ্ঠ
জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক সজীব হোসেন বলেছেন, “বর্তমান নির্বাচন কমিশন দলকানা ও পক্ষপাতদুষ্ট। জনগণের আস্থা হারানো এই কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।তাই অবিলম্বে এই নির্বাচন কমিশন পুনর্গঠন করা প্রয়োজন।”
তিনি অভিযোগ করে বলেন, “যে সংস্থা নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকবে, সেই সংস্থার রাজনৈতিক নিরপেক্ষতা ও পেশাদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বর্তমান নির্বাচন কমিশন সরকারের একপাক্ষিক সিদ্ধান্ত বাস্তবায়নের হাতিয়ার হয়ে উঠেছে।”
সজীব হোসেন আরও বলেন, “জনগণ এখন পরিবর্তন চায়। সেই পরিবর্তনের শুরু হতে হবে একটি গ্রহণযোগ্য, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে।”
জাতীয় যুবশক্তি নির্বাচন ব্যবস্থার সংস্কার ও গণতন্ত্রের স্বার্থে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবিতে রাজপথে সক্রিয় ভূমিকা রেখে যাবে বলেও তিনি জানান।
হ্যাপী