ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২২ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

চট্টগ্রামে নদীতে ডুবে যুবকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

আব্দুল্লাহ আল মারুফ, সাতকানিয়া, চট্টগ্রাম

প্রকাশিত: ১৮:১৯, ২১ মে ২০২৫

চট্টগ্রামে নদীতে ডুবে যুবকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

ছবি: জনকণ্ঠ

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কালিয়াইশ এলাকায় সাঙ্গু নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া মোহাম্মদ করিমের (২১) মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ২৩ ঘণ্টা পর, গতকাল মঙ্গলবার কালিয়াইশ ইউনিয়নের পূর্ব কাটগড় এলাকায় সাঙ্গু নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মোহাম্মদ করিম কক্সবাজার জেলার রামু উপজেলার মোহাম্মদ হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, মোহাম্মদ করিম দেড় মাস আগে সাতকানিয়ার কালিয়াইশ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব কাটগড় এলাকায় একটি মুরগির খামারে চাকরি নেন।

সোমবার দুপুর ২টার দিকে স্থানীয় তিনজন মিলে সাঙ্গু নদীতে গোসল করতে নামেন। বেশ কিছুক্ষণ সাঁতার কাটার পর অন্যরা তীরে উঠে এলেও, করিম পানিতে তলিয়ে যান।

খবরটি ছড়িয়ে পড়লে স্থানীয়রা হাতা জাল নিয়ে উদ্ধার প্রচেষ্টা চালান, তবে সফল হননি। পরে সাতকানিয়া ফায়ার সার্ভিস এবং চট্টগ্রাম নগরী থেকে আসা একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ ২৩ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়।

সাতকানিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা সিরাজ কুতুবি বলেন, “সাঙ্গু নদীতে যুবক নিখোঁজের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি আভিযানিক দল উদ্ধার অভিযান চালায়। অভিযানের ২৩ ঘণ্টা পর মরদেহটি উদ্ধার করা হয়।”

শহীদ

×