ঢাকা, বাংলাদেশ   বুধবার ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

ধর্মীয় মূল্যবোধ জাগাতে কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে উৎসবমুখর প্রতিযোগিতা

এবিএম কাইয়ুম রাজ, সাতক্ষীরা

প্রকাশিত: ১২:৩৯, ২১ মে ২০২৫; আপডেট: ১২:৪২, ২১ মে ২০২৫

ধর্মীয় মূল্যবোধ জাগাতে কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে উৎসবমুখর প্রতিযোগিতা

ছবি: দৈনিক জনকন্ঠ

শ্যামনগর উপজেলার মাজাট জামে মসজিদ প্রাঙ্গণে মক্তবের কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে বিষয়ভিত্তিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

অনুষ্ঠানটির আয়োজন করে “উৎসর্গ সোসাইটি”। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি গাজী আব্দুর রউফ এবং সঞ্চালনা করেন শ্যামনগর ব্লাড ব্যাংকের সভাপতি মো: সাইফুদ্দীন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলা শাখার কর্মপরিষদ সদস্য মো: শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর পৌরসভার কাউন্সিলর মো: মোক্তার হোসেন ও সাংবাদিক আব্দুস সালাম।

এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক মাস্টার শাহজাহান আলী, পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি হাসান আল বান্না, হাফেজ নুরুল ইসলাম ফারুকী, হাফেজ মাওলানা মফিজুর রহমান ও খালিদ হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রতিযোগিতায় শিক্ষার্থীরা কুরআন তেলাওয়াত, দোয়া এবং ইসলামিক প্রশ্নোত্তরসহ বিভিন্ন বিভাগে অংশগ্রহণ করে। শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

আয়োজকরা জানান, কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ গড়ে তুলতেই এই আয়োজন। ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

মিরাজ খান

×