ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২২ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

বাউফলে কৃষকদল নেতার ছেলের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

কামরুজ্জামান বাচ্চু, সংবাদদাতা, বাউফল।

প্রকাশিত: ১৮:৩৮, ২১ মে ২০২৫

বাউফলে কৃষকদল নেতার ছেলের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

ছ‌বি: সংগৃহীত

নিজস্ব সংবাদদাতা, বাউফল, পটুয়াখালী : উপজেলা কৃষকদলের সাবেক আহ্বায়ক তৌহিদুল ইসলাম ফায়সালের সপ্তম শ্রেণি পড়ুয়া ছেলে তাসিন ইসলাম সূর্যের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ (বুধবার) বিকেল ৩টায় বাউফল পৌর শহরের পাবলিক মাঠের সামনে সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় এক ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি বিক্ষোভ মিছিল উপজেলা পরিষদের ইউএনও কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

উল্লেখ্য, মঙ্গলবার বিকেলে গোরস্থান রোড এলাকায় পূর্ব বিরোধের জের ধরে ছাত্রলীগ নেতা রাতুল, পরশ, মাহাদুল, মেহেদি ও রুসাদের নেতৃত্বে ৮-১০ জনের একটি দল তাসিনের ওপর হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে তাসিনের শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে জখম করে।

ঘটনার সময় তাসিন 'হেলথ কেয়ার ফার্মা' থেকে ৫০ হাজার টাকা নিয়ে অদূরে ডাচ্‌–বাংলা ব্যাংকে জমা দিতে যাচ্ছিল। এ সময়েই তার ওপর হামলা চালানো হয়।

তাসিন বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।

আলিফ

×