ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

রামগঞ্জে বীরেন্দ্র খাল খনন না হলে আবারও বন্যার আশঙ্কায় কয়েক লাখ মানুষ

শাহে ইমরান,কন্ট্রিবিউটিং রিপোর্টার,রামগঞ্জ,লক্ষ্মীপুর

প্রকাশিত: ০১:১৮, ২২ মে ২০২৫

রামগঞ্জে বীরেন্দ্র খাল খনন না হলে আবারও  বন্যার আশঙ্কায় কয়েক লাখ মানুষ

ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী হাজীগঞ্জ,রামগঞ্জ বীরেন্দ্র খালটি অবৈধ দখল ও দূষণের কারণে পানি প্রবাহ প্রায় বন্ধ। ফলে বর্ষায় ভয়াবহ জলাবদ্ধতা ও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। কচরিপানা ও ময়লা আবর্জনা ভরপুর খালটি।

খালটির কারণে এ উপজেলার অধিকাংশ এলাকা প্রায় সারা বছর পানিতে নিমজ্জিত থাকে।
বর্ষা এলেই রামগঞ্জে দেখা দেয় ভয়াবহ জলাবদ্ধতা ও বন্যা।

স্থানীয় সূত্রে ও এলাকাবাসীর তথ্যমতে, ২০২৪ সালের বন্যায় খালের পানিপ্রবাহ বন্ধ হয়ে রামগঞ্জে সৃষ্টি হয়েছিল দীর্ঘমেয়াদী জলাবদ্ধতা। তিন মাসেরও বেশি সময় পানি জমে থেকে চাষাবাদ, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বাভাবিক জীবন মারাত্মক ব্যাহত করে।

স্থানীয়রা অভিযোগ করেছেন, নিয়মিত খনন ও রক্ষণাবেক্ষণের অভাবে খালটি আজ মৃতপ্রায়। বিভিন্ন অংশে অবৈধ স্থাপনা ও বাঁধ নির্মাণ পানির স্বাভাবিক চলাচলে বাধা সৃষ্টি করেছে। এতে জলাবদ্ধতা ও কৃষিক্ষতি বাড়ছে।

আলীম

×