
ছবি: সংগৃহীত
আইপিএল ২০২৫-এর ফাইনাল ও প্লে-অফ ম্যাচ কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন থেকে হঠাৎ করেই গুজরাটের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সরিয়ে নেওয়ার সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস একে ‘স্পষ্ট রাজনৈতিক ষড়যন্ত্র’ বলে অভিযোগ করেছেন।
তিনি বলেন, ‘ইডেন গার্ডেনে ফাইনাল হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির অজুহাত তুলে কলকাতার থেকে ম্যাচ সরিয়ে দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তর পর্যন্ত এখনই নিশ্চিত করে কিছু বলেনি, তাহলে আইপিএল গভর্নিং কাউন্সিল কীভাবে আগেভাগেই এই সিদ্ধান্ত নিল?’
অরূপ বিশ্বাস বলেন, ‘২০২৩ সালে আহমেদাবাদে ফাইনাল বৃষ্টিবিঘ্নিত হয়েছিল। তবুও ৪ বছরে ৩ বার ফাইনাল হয়েছে মোদী স্টেডিয়ামে। এটা কি পক্ষপাত নয়?’ তার অভিযোগ, পশ্চিমবঙ্গের ক্রিকেটপ্রেমীদের প্রতি এটি একপ্রকার অবহেলা এবং রাজনৈতিক ইন্ধনে নেওয়া সিদ্ধান্ত।
এদিকে বিজেপির কেন্দ্রীয় নেতা সুকান্ত মজুমদার দাবি করেছেন, ‘কলকাতার আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণেই ম্যাচ স্থানান্তর করা হয়েছে।’
এর জবাবে কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভার্মা বলেন, ‘৯টি আইপিএল ম্যাচ সফলভাবে সম্পন্ন হয়েছে। ৬০ হাজার দর্শক ছিল, কোথাও কোনও সমস্যা হয়নি। রামনবমীর দিন ম্যাচের তারিখ পরিবর্তন হলেও, ম্যাচ তো কলকাতাতেই হয়েছে।’
সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই কলকাতাবাসী ও ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক অসন্তোষ ছড়িয়েছে। অনেকে বলছেন, ‘রাজনীতি ক্রিকেটেও ঢুকে পড়েছে। ইডেনকে এড়িয়ে যাওয়ার মানে ভারতীয় ক্রিকেটের ইতিহাসকে অস্বীকার করা।’
নরেন্দ্র মোদী স্টেডিয়াম বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম হলেও, ইডেন গার্ডেন ভারতীয় ক্রিকেটের আবেগ। আইপিএলের এমন সিদ্ধান্ত কেবল মাঠ নয়, একটি রাজ্যের সম্মানকেই যেন ছিনিয়ে নেওয়া হল—এমনটাই মনে করছেন বহু ক্রিকেটভক্ত।
রাকিব