
ছবি: সংগৃহীত
বিশ্বখ্যাত প্রযুক্তি কোম্পানি অ্যাপল আগামী শরতের মধ্যেই তাদের মোট আইফোনের ৬০ থেকে ৬৫ শতাংশ পর্যন্ত উৎপাদন ভারতেই সম্পন্ন করতে পারে—এমনই পূর্বাভাস দিয়েছেন ওয়াল স্ট্রিটের নামকরা বিশ্লেষক প্রতিষ্ঠান ওয়েডবুশ সিকিউরিটিজের বিশ্লেষক ড্যান আইভস। তিনি অ্যাপলের শেয়ারের জন্য ২৭০ ডলারের লক্ষ্যমূল্য নির্ধারণ করেছেন এবং ‘আউটপারফর্ম’ রেটিং দিয়েছেন।
সম্প্রতি কাতারে এক ব্যবসায়িক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অ্যাপল সিইও টিম কুককে উদ্দেশ করে বলেন, "আমি টিম কুকের সঙ্গে একটু সমস্যায় পড়েছিলাম। আমি তাকে বলেছি... আমি চাই না তুমি ভারতে উৎপাদন করো।" এই মন্তব্যের পরেই বিশ্লেষক আইভস জানান, ট্রাম্প প্রশাসনের ৯০ দিনের জন্য শুল্ক বিরতির সিদ্ধান্তটি অ্যাপলের জন্য "একটি স্বপ্নের মতো সুযোগ।"
আইভসের মতে, অ্যাপল এখন অনেকটাই ভারত-কেন্দ্রিক উৎপাদন নীতির দিকে ঝুঁকছে, তবে প্রয়োজনে তারা আবার চীনে ফিরেও যেতে পারে। তিনি বলেন, “ট্যারিফ পরিস্থিতি এবং চুক্তির আলোচনার ওপর ভিত্তি করেই অ্যাপলের সিদ্ধান্ত নির্ভর করছে।”
ভারতের প্রতি প্রতিশ্রুতিশীল অবস্থান বজায় রেখেছে অ্যাপল। দেশটির সরকারকে প্রতিষ্ঠানটি জানিয়েছে যে তাদের বিনিয়োগ পরিকল্পনায় কোনো পরিবর্তন আসছে না। মার্চ ২০২৫ পর্যন্ত বছরে ভারতেই প্রায় ২২ বিলিয়ন ডলারের আইফোন উৎপাদন করেছে অ্যাপল, যা আগের বছরের তুলনায় ৬০ শতাংশ বেশি।
তবে, যুক্তরাষ্ট্রে আইফোন উৎপাদনের সম্ভাবনা একেবারেই নেই বলে মন্তব্য করেছেন আইভস। তার মতে, আমেরিকায় আইফোন তৈরি করলে তার দাম গিয়ে দাঁড়াবে প্রায় ৩,৫০০ ডলারে, যা গ্রাহকদের জন্য বোঝা হয়ে দাঁড়াবে।
অ্যাপলের উৎপাদন অংশীদার ফক্সকনও ভারতীয় কার্যক্রম সম্প্রসারণে ব্যাপক বিনিয়োগ করছে। ২০২৫ সালে প্রতিষ্ঠানটি ভারতে ২৫ থেকে ৩০ মিলিয়ন আইফোন উৎপাদনের পরিকল্পনা করছে, যা গত বছরের তুলনায় দ্বিগুণ।
আসিফ