
সংগৃহীত
গুগলের সিইও সুন্দর পিচাই সম্প্রতি জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তি একটি ‘অনুভূমিক’ প্রযুক্তি, অর্থাৎ এটি বিভিন্ন ক্ষেত্রে সর্বজনীনভাবে প্রযোজ্য এবং বিস্তৃত প্রভাব ফেলে। তিনি বলেন, AI কেবলমাত্র প্রযুক্তি সেক্টরে নয়, বরং স্বাস্থ্য, শিক্ষা, পরিবহন, এবং আরও নানা খাতে তা ব্যবহারযোগ্য ও কার্যকর।
গুগল I/O 2025 সম্মেলনে পিচাই বলেন, "AI একটি অনুভূমিক প্রযুক্তি যা সর্বত্র প্রযোজ্য।" তিনি উল্লেখ করেন যে, গুগল দশ বছর আগে টেনসর প্রসেসিং ইউনিট (TPU) এবং কোয়ান্টাম কম্পিউটিংয়ে বিনিয়োগ শুরু করেছিল, যা আজকের AI উন্নয়নের ভিত্তি স্থাপন করেছে।
পিচাই আরও বলেন, AI আমাদের দৈনন্দিন জীবন ও কাজের ধরণ পরিবর্তন করে দিচ্ছে এবং ভবিষ্যতে এর প্রভাব আরও বৃদ্ধি পাবে। তিনি গুগলের বিভিন্ন AI উদ্যোগ ও প্রকল্পের কথা তুলে ধরেন যা মানুষের জীবন সহজ ও উন্নত করার লক্ষ্যে কাজ করছে।
গুগলের নতুন AI মডেল 'Gemini' সম্পর্কে পিচাই বলেন, এটি একটি "এজেন্টিক AI" যা ব্যবহারকারীদের জন্য একটি সার্বজনীন সহকারী হিসেবে কাজ করবে। Gemini-এর মাধ্যমে গুগল চ্যাট জিপিটি, মাইক্রোসফটের কো-পাইলট, xAI-এর গ্রোক এবং অ্যানথ্রপিকের ক্লড-এর মতো প্রতিযোগীদের সঙ্গে পাল্লা দিচ্ছে।
পিচাই আরও বলেন, "আমরা প্রযুক্তিকে মানুষের জীবনে অগ্রগতি আনার জন্য গভীরভাবে ব্যবহার করি।" তিনি গুগলের দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গির কথা উল্লেখ করেন, যা AI-কে মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োগ করার লক্ষ্যে কাজ করছে।
হ্যাপী