ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৪ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

পুরোনো ক্রেতাদের মূল্য দিচ্ছে না স্যামসাং? আপডেট নীতির নতুন বিতর্ক

প্রকাশিত: ১৯:৫৭, ২৩ মে ২০২৫; আপডেট: ১৯:৫৯, ২৩ মে ২০২৫

পুরোনো ক্রেতাদের মূল্য দিচ্ছে না স্যামসাং? আপডেট নীতির নতুন বিতর্ক

সংগৃহীত

স্যামসাং তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য একটি যুগান্তকারী ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আসন্ন গ্যালাক্সি S25 সিরিজ থেকে শুরু করে ভবিষ্যতের প্রিমিয়াম ডিভাইসগুলো ৭ বছর মেয়াদি অ্যান্ড্রয়েড ও নিরাপত্তা আপডেট পাবে।

এই সিদ্ধান্ত প্রযুক্তি বিশ্বে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে, বিশেষ করে গুগলের Pixel 8 সিরিজের সঙ্গে স্যামসাংয়ের সরাসরি প্রতিযোগিতার প্রেক্ষাপটে। গুগল ইতোমধ্যেই তাদের পিক্সেল ডিভাইসগুলোর জন্য ৭ বছরের ওএস ও সিকিউরিটি আপডেটের প্রতিশ্রুতি দিয়েছিল। এবারও সেই পথেই হাঁটল স্যামসাং।

স্যামসাং জানিয়েছে, এই নতুন নীতির অধীনে প্রথম ডিভাইস হিসেবে অ্যান্ড্রয়েড ১৬ ও One UI 8  ইন্টারফেস চালু হবে গ্যালাক্সি S25 সিরিজে। এরপর ধাপে ধাপে নির্বাচিত অন্যান্য ডিভাইসেও আপডেটটি রোল আউট করা হবে।

তবে আশঙ্কার বিষয় হলো, এই আপডেট সুবিধা  পুরোনো মডেল যেমন গ্যালাক্সি S24, S23 ও S22 সিরিজে  প্রযোজ্য হবে না। এতে করে সম্প্রতি প্রিমিয়াম ডিভাইস কেনা অনেক ব্যবহারকারীর মধ্যে হতাশা ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

বিশ্লেষকদের মতে, স্মার্টফোনে দীর্ঘমেয়াদি সফটওয়্যার সাপোর্ট ব্র্যান্ডের প্রতি ব্যবহারকারীর আস্থা বৃদ্ধিতে বড় ভূমিকা রাখে। স্যামসাংয়ের এই পদক্ষেপ ভবিষ্যতের গ্রাহকদের জন্য সুখবর হলেও, পূর্ববর্তী ক্রেতারা নিজেদের বঞ্চিত ও উপেক্ষিত মনে করছেন।

তবে প্রযুক্তি বিশ্লেষকদের মতে, বাজার প্রতিযোগিতায় এগিয়ে থাকতে গেলে এমন দুঃসাহসিক সিদ্ধান্ত প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর নেওয়া জরুরি। স্যামসাং হয়ত ভবিষ্যতে তাদের পুরোনো ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোকেও সীমিত সময়ের জন্য অন্তর্ভুক্ত করতে পারে এই প্রত্যাশাও থেকে যাচ্ছে।
 

https://www.forbes.com/sites/zakdoffman/2025/05/22/samsung-surprises-galaxy-owners-with-android-update-decision/

হ্যাপী

×