
ছবি: সংগৃহীত।
অ্যাপল চীনে আইফোন বিক্রি বাড়াতে একটি সীমিত সময়ের জন্য বিশেষ ট্রেড-ইন অফার চালু করেছে। অ্যাপলের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, এই অফার চলবে আগামী ১৮ জুন পর্যন্ত। এই সময়ের মধ্যে গ্রাহকরা তাদের পুরনো আইফোন জমা দিয়ে নতুন আইফোন কিনলে অতিরিক্ত ট্রেড-ইন ছাড় পাবেন।
চীনের বাজারে স্মার্টফোন বিক্রিতে স্যামসাং ও চীনা ব্র্যান্ডগুলোর সঙ্গে তীব্র প্রতিযোগিতার মধ্যে অ্যাপল এ ধরনের ছাড় ঘোষণা করেছে বলে ধারণা করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে চীনের প্রযুক্তি বাজারে স্থানীয় ব্র্যান্ডগুলোর জনপ্রিয়তা বাড়ায় অ্যাপলের বিক্রি কিছুটা চাপে পড়ে। তাই পুরনো ফোন বদলে নতুন মডেল কেনার ক্ষেত্রে গ্রাহকদের আকৃষ্ট করতেই এই বিশেষ অফার চালু করা হয়েছে।
এই উদ্যোগে চীনের ব্যবহারকারীরা অ্যাপলের অফিশিয়াল ওয়েবসাইট বা স্টোরের মাধ্যমে অংশ নিতে পারবেন। ট্রেড-ইন ছাড়টি নির্ভর করবে জমা দেওয়া আইফোনের মডেল ও অবস্থার উপর। এই অফারের মাধ্যমে অ্যাপল শুধুমাত্র বিক্রি বাড়াতে চায় না, বরং পুরনো ডিভাইস পুনঃব্যবহারের মাধ্যমে তাদের পরিবেশবান্ধব উদ্যোগকেও জোরদার করতে চায়।
মিরাজ খান