
নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সরকারি তিতুমীর কলেজ শাখার সহ-সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদকে আটক করেছে বনানী থানা পুলিশ। শুক্রবার (২৩ মে) দুপুর আড়াইটার দিকে কলেজ ক্যাম্পাস থেকে তাকে আটক করা হয়।
আব্দুল্লাহ আল মাহমুদ সরকারি তিতুমীর কলেজের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের (২০২০-২০২১ সেশন) শিক্ষার্থী। তার বিরুদ্ধে ২০২৪ সালের ৩ আগস্ট ক্যাম্পাসে অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যায় সক্রিয় অংশগ্রহণের অভিযোগ রয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত ছাত্রদল নেতা ইয়াসিন আরাফাত ইয়ামিন বলেন, ৩ আগস্ট সে ক্যাম্পাসের মূল ফটকে দেশীয় অস্ত্র নিয়ে উপস্থিত ছিল। আমি নিজে বিষয়টির প্রত্যক্ষদর্শী। সে তার নিজ বিভাগের অনেক ছাত্রীকে ইভটিজিং করত এবং অসংখ্য ছাত্র-ছাত্রী তার নির্যাতনের শিকার হয়েছে।
তিনি আরও জানান, আব্দুল্লাহ দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে অরাজকতা সৃষ্টির পরিকল্পনায় জড়িত ছিল। আজ জুমার নামাজ পড়ে অডিটোরিয়ামের নিচে একটি মিটিংয়ে বসে ছিল। আমরা তাৎক্ষণিকভাবে তাকে হাতেনাতে ধরে বনানী থানার ওসি রাসেল সারোয়ারকে জানাই এবং পুলিশের হাতে তুলে দিই।
জানা গেছে, আব্দুল্লাহ আল মাহমুদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
রিফাত