ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৪ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

ভোর থেকে ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৬৬

প্রকাশিত: ২৩:৩০, ২৩ মে ২০২৫

ভোর থেকে ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৬৬

ছবি: সংগৃহীত

গাজায় ২৩ মে , আজ ভোর থেকে ইসরায়েলের টানা বিমান হামলায় গাজা উপত্যকার বিভিন্ন স্থানে অন্তত ৬৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

বিভিন্ন আবাসিক এলাকায় চালানো এই হামলায় নারী ও শিশুসহ বহু বেসামরিক লোক হতাহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আহতদের অনেকের অবস্থা গুরুতর, ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। এদিকে, ইসরায়েলি বাহিনীর বিমান হামলা অব্যাহত রয়েছে।

এসএফ,

তথ্যসূত্রঃ আলজাজিরা

×