
কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে ভেসে আসা ৫০ কেজি ওজনের ইরাবতী প্রজাতির জীবিত ডলফিন সাগরে ছেড়ে দেওয়া হয়েছে
পর্যটন শহর কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে ভেসে আসা ৫০ কেজি ওজনের ইরাবতী প্রজাতির ডলফিন দুই ঘণ্টা পর ফের সাগরে ছেড়ে দেওয়া হয়েছে। শুক্রবার রাত ৮ টায় ডলফিনটি ছেড়ে দেওয়া হয়েছে। এর আগে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডলফিনটি সৈকতের পাথরে আটকা পড়েছিল।
বিচকর্মী মোহাম্মদ বেলাল বলেন, ইনানী সৈকতের পাথরে ৫০ কেজি ওজনের একটি ডলফিন আটকা পড়ে। প্রথমে পর্যটকরা ডলফিনটিকে টেনে বালিয়াড়িতে আনার চেষ্টা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ডলফিনটি উদ্ধার করি আমরা। প্রাথমিকভাবে দেখা যায়, ডলফিনটির মাথায় এবং পেটে আঘাতের চিহ্ন রয়েছে। এরপর বেশ কয়েকবার পানিতে ছেড়ে দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু ডলফিনটি সাগরে ফিরতে না পারায় বন বিভাগকে খবর দেওয়া হয়।
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের ইনানীর রেঞ্জ কর্মকর্তা মো. ফিরোজ আল আমিন বলেন, প্রাথমিক অবস্থায় ডলফিনটির মাথায় ও পেটে আঘাতের চিহ্ন দেখা গেছে। যা হয়ত পাথরের আঘাত হতে পারে।
তিনি আরও বলেন, ডলফিনটি ইরাবতী প্রজাতির বলে ধারণা করছি। দৈর্ঘ্য প্রায় ১০ ফুট। বিচ কর্মীদের সহায়তায় ডলফিনটিকে বন বিভাগের কর্মীরা রাত সোয়া ৮টার দিকে সাগরে ছেড়ে দেওয়া হয়েছে।
রাজু