ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৪ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

নৌকার চেয়ারম্যানকে পেলেই গণধোলাই দেওয়ার ঘোষণা ফরিদপুরের বিএনপি নেতার

অভিজিৎ রায়, নিজস্ব সংবাদদাতা ফরিদপুর

প্রকাশিত: ২৩:১২, ২৩ মে ২০২৫

নৌকার চেয়ারম্যানকে পেলেই গণধোলাই দেওয়ার ঘোষণা ফরিদপুরের বিএনপি নেতার

ছবি: সংগৃহীত

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও কৃষক লীগের ফরিদপুর জেলা শাখার পানি, সেচ ও বিদ্যুৎ বিষয়ক সম্পাদক সম্পাদক সোহরাব হোসেন বুলবুলকে গণধোলাই দেওয়ার ঘোষণা দিয়েছেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও সংসদ সদস্য মনোনয়ন প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম।

শুক্রবার (২৩ মে) বিকালে উপজেলার সদর ইউনিয়নের বেজিডাঙ্গা কাজী আমেনা ওয়াহেদ উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে বিএনপির এক কর্মী সভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন। এ সংক্রান্ত একটি ভিডিও ফুটেজ সাংবাদিকদের কাছে নিকট সংরক্ষিত আছে।

প্রধান অতিথির বক্তব্যে খন্দকার নাসিরুল ইসলাম বলেন, ৫ আগস্টের পর শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবীতে আলফাডাঙ্গায় অস্ত্র মিছিল হয়েছে। সেই মিছিলে এই ইউনিয়নের (আলফাডাঙ্গা সদর ইউনিয়ন) ভোট ডাকাত সোহরাব হোসেন বুলবুল ছিলো। কিন্তু মামলা থেকে তার নামটি কৌশলে বাদ হয়ে গেল।

এসময় প্রশাসনের প্রতি দাবী জানিয়ে তিনি বলেন, এই বুলবুলকে গ্রেপ্তার করতে হবে। এই বুলবুলকে গ্রেপ্তার না করা পর্যন্ত আপনারা (দলীয় নেতাকর্মী) ঘরে ফিরে আসবেন না।

বিএনপি নেতা খন্দকার নাসিরুল ইসলাম অভিযোগ করে বলেন, এই সোহরাব হোসেন বুলবুল গতকাল (বৃহস্পতিবার) থেকে ষড়যন্ত্র করে আসছে; যেন বিএনপির আজকের এই মিটিং আমরা না করতে পারি।

আলফাডাঙ্গা সদর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন বুলবুলকে উদ্দেশ্য করে বিএনপি নেতা খন্দকার নাসিরুল ইসলাম বলেন, সোহরাব হোসেন বুলবুল তোমাকে বলতে চাই, তুমি সাবধান হয়ে যাও। আলফাডাঙ্গা হেডকোয়ার্টারে এই বুলবুলকে আপনারা (দলীয় নেতাকর্মী) যেখানে পাবেন সেখানেই ধুলাই দিবেন।

বক্তব্যের এক পর্যায়ে বিএনপির সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম বলেন, আপনাদের বলে গেলাম; এই অস্ত্রধারী, ভোট ডাকাত সোহরাব হোসেন বুলবুলকে আগামীকাল থেকে আলফাডাঙ্গা যেখানে পাবেন সেখানেই গণধোলাই দিবেন।

সভায় বেজিডাঙ্গা কাজী আমেনা ওয়াহেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিএনপি নেতা মনিরুজ্জামান মাসুদ মাস্টারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল মান্নান মিয়া আব্বাস, পৌর বিএনপির আহবায়ক রবিউল হক রিপন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির, আহমেদ সিকদার, উপজেলা যুবদলের আহবায়ক শাহিন মোল্যা, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মো. আমিনুর রহমান, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নেয়ামত হোসেন পারভেজ ও আলফাডাঙ্গা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আব্দুল জব্বার প্রমুখ।          

আসিফ

×